আমাদের কথা খুঁজে নিন

   

সখীপুরে আ.লীগ-সমর্থিত, বাসাইলে বিদ্রোহী প্রার্থী এগিয়ে

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আজ অনুষ্ঠিত উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। সখীপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রয়াত সাংসদের ছেলে অনুপম শাহজাহান ও বাসাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক এগিয়ে রয়েছেন।

বাসাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক (নির্বাচনী প্রতীক হরিণ) অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন দল ২০-২৫টি কেন্দ্র কৌশলে দখল করে ব্যালটে সিল মেরেছে। ঘেচুয়া নামে একটি কেন্দ্রে ভোট গণনা স্থগিত আছে।

টাঙ্গাইল-৮ আসনের ১১৭টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

চারজন প্রার্থী ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রয়াত সাংসদের ছেলে অনুপম শাহজাহান জয় (নির্বাচনী প্রতীক নৌকা), আ.লীগের বিদ্রোহী আবদুল মালেক, জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী (নির্বাচনী প্রতীক বাইসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাষ্ট্রপ্রবাসী লিয়াকত আলী (নির্বাচনী প্রতীক মোরগ)। ওই আসনে  ৩ লাখ সাত হাজার ৩২৮ জন ভোটার রয়েছেন।

নির্বাচনে অংশ নিতে পারেননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগ না থাকায় ভোটারের বিরাট একটি অংশ ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।

গত ২০ জানুয়ারি এ আসনের সরকারদলীয় সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।