আমাদের কথা খুঁজে নিন

   

দুপুররৌদ্রে গলে গেছে পুরনো প্রেমের স্মৃতি/ শাফিক আফতাব /

সংবিধিবদ্ধ সতর্কতা: নিজ দায়িত্বে পড়ুন। কোনো রকম অনুভূতিজনিত আঘাতের জন্য পোস্টক দায়ী নহেন।


মিথ্যাচার করিবার জন্যেও বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান আবশ্যক, সেই সঙ্গে স্মৃতিশক্তিও প্রখর হইতে হয়--- সম্প্রতি আমাদের বাংলাদেশে গুটিকতক নির্বোধ, অজ্ঞান, বুদ্ধিলুপ্ত মানুষ মিথ্যাচার করিতে গিয়া বিষয়টি পুনর্বার প্রমাণ করিলেন। ইঁহারা আর কেহ নহেন-- বাংলোদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁহার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।


তাঁহাদের নির্বুদ্ধিতা প্রসূত মিথ্যা বক্তব্যের পক্ষে যুক্তি উপস্থাপন এবং সাফাই বয়ান করিতে গিয়া দলের সিনিয়র নেতাদের কণ্ঠ শুকাইয়া যাইতেছে--- চৈত্রের প্রচণ্ড উত্তাপ এবং চাপা ও স্বরযন্ত্রের যুগলবন্দির তাড়নায় বোতলে বোতলে ‘মাম’ নিঃশেষিত হইতেছে।



দলীয় প্রধান এবং উপ-প্রধানের মিথ্যাচারকে রক্ষার নিমিত্তে দলের অফিসিয়াল ওয়েবসাইটটিও বন্ধ পাওয়া যাইতেছে।

নিজস্ব ওয়েবসাইটেই যে ‘জিয়াউর রহমান’কে বাংলাদেশের ‘সপ্তম রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করা হইয়াছিল--- তাহা দলীয় প্রধান এবং উপ-প্রধান উভয়ই বিস্মৃত হইয়াছিলেন।

এমতবস্থায়, উঁহাদিগের জন্য বুদ্ধি ও স্মৃতিবর্ধক বটিকা কিংবা সালসা আশু আবশ্যক হইয়া পড়িয়াছে।

হামদর্দ, শক্তি-সাধনাসহ দেশ-বিদেশের সকল ইউনানি, কবিরাজি, আয়ুর্বেদ-ভেষজ বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শকের প্রতি সহায়তা প্রার্থনা করা যাইতেছে।

সংবিধিবদ্ধ সতর্কতা: নিজ দায়িত্বে পড়ুন।

কোনো রকম অনুভূতিজনিত আঘাতের জন্য পোস্টক দায়ী নহেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।