আমাদের কথা খুঁজে নিন

   

পদত্যাগ করে চামড়া বাঁচান: রওশনকে খালেদা

বর্তমান সংসদকে অবৈধ আখ্যায়িত করে তিনি বলেছেন, “বিরোধী দল নেতা পরিচয়দানকারী এখন বলেছেন, চাপের মুখে তিনি নির্বাচনে গেছেন। এখন তিনি বলছেন, রাজনীতি করবেন না, রাজনীতি ছেড়ে দেবেন।
“তাই তাকে বলব, এখনো সময় আছে, পদত্যাগ করে চামড়া বাঁচান। ”
শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের একাংশের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশনের উদ্দেশে একথা বলেন বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, “এই সংসদ জনপ্রতিনিধির সংসদ নয়।

সংসদে একটি বিরোধী দল একটি আছে, এটা সরকারের গৃহপালিত ও অনুগত। সরকার যা আদেশ করছে, তা তাদের মানতে হচ্ছে; মানতে বাধ্য। ”
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রতি ইঙ্গিত করে খালেদা বলেন, “এই সরকারপ্রধান এমন একজনকে বিশেষ উপদেষ্টা বানিয়েছেন, মুক্তিযুদ্ধের সময়ে ভূমিকা কী ছিল?
“একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে এই ভদ্রলোক পশ্চিম পাকিস্তান থেকে দেশে ছুটি কাটিয়ে আবার সেখানে ফিরে গিয়েছিলেন। এগুলো হচ্ছে আওযামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার নমুনা। ”
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, “আওয়ামী লীগ শুধু রাজাকার রাজাকার বলে।

অথচ তাদের নিজেদের দলে কত রাজাকার আছে, তা দেখে না। ”
“সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের সময়ে কোথায় ছিল?  সে পাকিস্তানি প্রশাসনের সঙ্গে কাজ করেছে। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছিল,” । মহীউদ্দীন খান আলমগীরকে ইঙ্গিত করে বলেন তিনি।
বিএনপি আন্দোলন করতে ব্যর্থ- ক্ষমতাসীন দলের নেতাদের এই বক্তব্যের জবাবে খালেদা বলেন, “আওয়ামী লীগের মতো বাসে গান পাউডার মেরে মানুষ হত্যা, লগি-বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে মারার মতো আন্দোলন বিএনপি করতে জানে না।

আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করি। ”

আন্দোলনে দমনে যৌথঅভিযানের নামে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম-হত্যা করা হচ্ছে দাবি করে তা বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “বিনা টেন্ডারে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের কর্মকাণ্ডের জন্য আইন করে দুর্নীতিকে বৈধতা দেয়া হয়েছে। যতই আইনই হোক না কেন, এর জন্য সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে। ”
প্রধানমন্ত্রীর প্রায় সব উপদেষ্টাই ‘দুর্নীতিবাজ’ দাবি করে খালেদা বলেন, “দুই-একজন ছাড়া সব উপদেষ্টাই দুর্নীতিবাজ।

কোথায় কোন প্রকল্পে টাকা বানানো যাবে, সেই উপদেশই দেন ওই উপদেষ্টারা।
“এই উপদেষ্টারা একদিন বলেছিল, ট্রানজিটের ফি নিলে বেয়াদবি হবে। আজ জনগণের ওপর ফি ধার্য করা সরকারের কি আদবি হবে?”
বিচার বিভাগও স্বাধীনভাবে কাজ করতে পারছে না মন্তব্য করে এক্ষেত্রে নিজের বিরুদ্ধে দুদকের করা দুটি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বিষয়টি তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন।
“তিন ঘণ্টা আদালতে বসেছিলাম। আমাকে কোনো কিছুই জিজ্ঞাসা করল না।

হঠাৎ করেই আমার বিরুদ্ধে অন্যায়ভাবে চার্জ গঠন করা হল। এটা অন্যায়, এটা মানি না। ”
সাংবাদিকদের এই অনুষ্ঠানে আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামী টিভি খুলে দেয়ার দাবিও জানান বিএনপি চেয়ারপারসন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন তিনি।
খালেদা প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীতে ক্ষমতায় এলে নতুন সংবাদপত্র প্রকাশ করে সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।


“আগে কিছু না শিখলেও এবার শিখেছি। সাংবাদিকরা যাতে বেকার না থাকে, তার ব্যবস্থা করা হবে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.