আমাদের কথা খুঁজে নিন

   

Soliloquy From an Unknown Soul

পৃথিবীতে আমরা সর্বদা এবং সর্বত্রই জয়ী হতে চাই। আমরা চাই সবখানেই আমি প্রথম হই, সবাই আমার কথা শুনুক। আপনি নিজে চিন্তা করুন তো আপনার মতই ঠিক আরেকজন চিন্তা করছেন যে আল্লাহ যেন তাকেই সবখানেই বিজয়ী করুক; তাহলে ফলাফল কি দাড়ালো আল্লাহ একই সময়ে দুজনকে বিজয়ী করবেন কিভাবে? আপনি একবার জিতুন আর অন্যজন একবার জিতুক সেটাই ভাল নয় কি? স্বামী চায় স্ত্রী তার পরিপূর্ণ বশীভুত থাকুক, আর স্ত্রীও যদি ঠিক উল্টোটা চায় তাহলে কখনোই সমঝোতায় আসা সম্ভব না। সংসারটা হল একটা নৌকার মত; এখানে প্রত্যেকের হাতে একটা বৈঠা দেয়া আছে, এখন যদি প্রত্যেকে নিজের খেয়াল খুশিমত একেকজন একেক দিকে যাওয়ার জন্য চালানো শুরু করে তাহলে নৌকা আদৌ কোনদিকে তো যাবেই ন্‌ বরং স্রোতের পাকে পড়ে ডুবে যাওয়ার সম্ভাবনা শতভাগ। আর সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে তো সমস্যার অন্ত থাকেনা।

সুতরাং আমাদেরকে সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্তে পৌছাতে হয় যে আমরা কোন দিকে যাব। আর দু’জনের ক্ষেত্রে কোনো একজন তার ইচ্ছাকে অপর জনের জন্য সাক্রিফাইস করবে। এটা তখনই সম্ভব যখন দু’জনের মাঝে বুঝাবুঝি অনেক সুন্দর হয় আর অটুট ভালবাসা থাকে। আপনারা দুজন একটা নদী পার হচ্ছেন যার উপর একটা বাশ দেয়া সাঁকো আছে। এখন নিশ্চয়ই দু’জন একসাথে পার হতে পারবেন না, একজন আগে অপরজন পরে ।

নতুবা দুজনেরই নিচে পড়ার সম্ভাবনা আছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি অপরের ইচ্ছাকে প্রাধান্য দেয়া হয় তাহলে দেখবেন আপনার বন্ধুর অভাব নেই যদিও আপনার একটু কষ্ট সহ্য করতে হবে।
সবাই সুখি হোন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.