আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা স্টক এক্সচেঞ্জে নিম্নমুখী সূচক

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৪৮৮ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়।

শুরুতে সূচক এক পয়েন্ট বাড়লেও এরপর নিম্নমুখী হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০১টির দাম কমেছে, বেড়েছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন হাউজিং, ন্যাশনাল টিউবস, সেন্ট্রাল ফার্মা, বিএসসি, অ্যামারেল্ড অয়েল, বিএসসিসিএল, অ্যাটলাস বাংলাদেশ, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাপেক্স ফুটওয়্যার, ফ্যামিলি টেক্স প্রভৃতি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.