আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুপুরী পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট টীম!

একজন প্রফেশনাল ফটোগ্রাফার। পড়াশোনা করছি ব্রডকাস্ট জার্নালিজমের উপর। ইউ.কে‘র একটি টেলিভিশন চ্যানেলে নিউজ প্রেজেন্টার হিসাবে কাজ করছি। পাশাপাশি বিবিসি –তে পার্টটাইম জব করা হয়। সবার দোয়া কাম্য।

কোন একটা কারণে আমাকে বেশিরভাগ সময় পাকিস্তানিদের সাথে উঠাবসা করতে হয়। উর্দূতেই কথা বলি, কারণ তারা ইংলিশেও দূর্বল। তাছাড়া বাঙালীরা যত সহজে উর্দূ বলতে পারে, পাকিস্তানিরা বাংলা ভাষার একটা শব্দ উচ্চারণ করতেও তাদের দাঁত ভেঙ্গে যায়। গত ৩ বছর এদের সাথে খুব কাছ থেকে মিশে দেখলাম এই জাত টা যে কতটা ভয়ংকর, হিপোক্রেট আর দু‘মুখো সাপ! নিজের স্বার্থে সামান্য পরিমাণ আঘাত আসলে চোখের পলকে অনেক পুরনো বন্ধুত্ব মুহুর্তের মধ্যে শেষ করে ফেলতে পারে! আর অভদ্রতা তো যেন রক্তের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে এদের। আরও এমন কিছু ব্যাপার আছে যা বলতে রুচিতেও বাঁধে! আল্লাহ মাফ করুক যদি পরনিন্দা হয়ে থাকে।

তবে যারা পাকিদের সাথে মিশেছে, একরুমে রুমমেইট হয়ে থেকেছে, তারা আমার একেকটা কথা স্বীকার করতে বাধ্য। পাকিস্তানের বর্তমান অবস্থাকে মাথায় রেখে প্রায় সব পাকিস্তানি নিজেরাই স্বীকার করে, তাদের দেশটা ধ্বংস হতে খুব বেশি দেরী নাই। পাকিস্তানে জঙ্গিবাদ, সন্ত্রাসী সংগঠন, ক্ষমতার রাজনীতি আর ধর্মান্ধ মোল্লাদের বাড়াবাড়ি এমন পর্যায়ে পৌছেছে যে খুব শীঘ্রই এ দেশটার অবস্থা আফগানিস্তানের মত হতে যাচ্ছে। আর এমনই একটা দেশে বিসিবি বাংলাদেশ টীম কে পাঠানোর জন্য উঠেপড়ে লেগেছে! যেই দেশ নিজেদের মন্ত্রীদের জীবন আত্নঘাতী বোমা হামলা থেকে বাঁচাতে পারে না, সেই দেশে আমাদের ক্রিকেটারদের পাঠানো হবে 'শেয়ালের কাছে মুরগী বর্গা দেওয়া'! তাছাড়া যুদ্ধাপরাধীদের বিচারকে প্রভাবিত করার জন্যেও যে তারা নিজেরাই আমাদের টাইগারদের জিম্মী করবে না, তারই বা নিশ্চয়তা কি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.