আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার বেড়িবাধ যেন এখন মৃত্যুপুরী

সদরঘাট থেকে শুরু করে গাবতলী পর্বত সিনেমা হলের সামনে পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীর ঘেষা এই রাস্তাটিকে ঢাকার রক্ষা বাধের চেয়ে বেড়িবাধ হিসেবেই বেশি পরিচিত। এই বাধই ঢাকার প্রধান পানি নিয়ন্ত্রন বাধ। ঢাকার বুকে বর্তমান মূমুর্ষ বুড়িগঙ্গা নদীটি এক সময়ে মানুষের আয়ের উৎস এবং জোয়ার ভাটায় গতিময় থাকলেও বর্তমান অবস্থা যেমন করুণ। ঠিক তেমনি বেড়িবাধের রাস্তাটির অবস্থাটাও করুন।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবং অবহেলায় এটা এখন পরিনত হয়েছে মৃত্য পুরিতে।

সবচেয়ে বেশি বিপাকে পরেন এই পথে যাতায়াতরত যাত্রী, বাস, লেগুনা এবং অটোরিক্সার চালকরা। কয়েক জনের সাথে কথা বলে জানা গেছে যে ৪ দিন থেকে এক সপ্তাহ গাড়ি চালানোর পর তাদের গাড়ির অনেক যন্ত্রপাতি বিকল হয়ে যায়।

এই বাধের দুপাশে স্কুল-কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার ছাত্র-ছাত্রীর যাতায়াত করতে খুব কষ্টে এবং রাস্তায় জমে থাকা কাদা মাটিতে তাদের স্কুল,কলেজ ড্রেস নষ্ট সহ নানা প্রকার দুর্ঘটনা ঘটে থাকে। এই পথে নিয়মিত চলাচল করে এমন কয়েকজনের সাথে কথা বলে জানা গেল, রাস্তা ভাঙ্গা অ নানা রকম গর্ত থাকার কারনে চলতি গাড়িতে বসে থাকা যায়না, খাদে পরার কারনে ঝাকুনি খেয়ে ইতিমধ্যে আহতও হয়েছেন অনেক যাত্রী।


ব্রেকিংনিউজবিডি ডট নেট আজকের জাতীয় পাতায় দেখুন।


এইখানে খুঁচা মারুইন।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।