আমাদের কথা খুঁজে নিন

   

খণ্ড কবিতা (৬)

-------------(১)----------------
আমি বিপন্ন
হারিয়েছি সবকিছু
স্বজন শূন্য ।
ভাঙলও ঘর
সুখের নীড়
সবাই হল পর ,
মেকি লাগে আমার কাছে
এ জগত সংসার ।
-------------(২)----------------
বালু কণা চিকচিক
মরুর বুকে,
তপ্ত আলো ছাড়ে
দিকে দিকে ।
রোদ যত ঝলমল
বালু তত চিকমিক,
দোযখের আগুন বাছা
তারও অধিক ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।