আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমানকে সঙ্গে নিয়ে সাবেক স্বামীকে খুন

সাবেক স্বামীকে হত্যার অভিযোগে ওমানের গায়িকা বিদুর আলাইন এবং তার বর্তমান স্বামীকে শুক্রবার আটক করা হয়েছে।

পুলিশের অভিযোগ, গায়িকা বিদুর তার সাবেক স্বামী আহমেদ হুসাইন আল ব্লুসিকে পরিকল্পিতভাবে এবং অনেকটা ফিল্মি স্টাইলে হত্যা করেছেন।

শুক্রবার ৩০ বছর বয়সী বিদুর এবং তার সাবেক স্বামী আহমেদ হুসাইন তাদের শিশু কন্যাকে দেখতে সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে যান। তাদের বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে গত এক বছর ধরে মেয়েটি একটি সামাজিক সংগঠনের জিম্মায় রয়েছে। মেয়ের সঙ্গে দেখা করার পর আলাদা আলাদা গাড়িতে করে তারা ওই এলাকা ত্যাগ করেন।

ফেরার পথে বিদুর পেছন থেকে আহমেদ হুসাইনের গাড়িতে জোরে ধাক্কা দেন। ধাক্কা খাওয়ার পর গাড়ি থেকে বেরিয়ে আসেন হুসাইন।

এসময় গায়িকার বর্তমান স্বামী আলাদা গাড়িতে করে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি হুসাইনের ওপর গাড়ি তুলে দেন। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে তারা দুজন পালিয়ে যান।

হুসাইনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনায় গায়িকা বিদুর এবং তার স্বামীকে গ্রেফতার করে জেলহাজতে চালান করা হয়েছে। হত্যায় বিদুরের সম্পৃক্ততা প্রমাণ করতে পুলিশের খুব বেশি সময় লাগেনি।

তদন্তে দেখা যায়, যে গাড়িটি হুসাইনকে চাপা দিয়েছিল সেটি বেদুনের নামেই ভাড়া নেওয়া হয়েছিল। তবে ঘটনার সত্যতা স্বীকার করলেও এ ব্যাপারে বিস্তারিত বলতে রাজি হয়নি পুলিশ।

উল্লেখ্য, গত তিন বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিদুর ও হুসাইন। কিন্তু পারিবারিক অশান্তির জের ধরে গত বছর তাদের বিয়ে ভেঙে যায়। তখন তাদের তিন বছরের মেয়েটিকে বিদুন তার কাছে রাখতে চেয়েছিলেন। কিন্তু সে মামলায় হেরে যাওয়ায় মেয়ের দায়িত্ব পান বাবা। হুসাইন তার মেয়ের দেখভালের দায়িত্ব আল আইনের এক সামাজিক সংগঠনের কাছে ছেড়ে দেন।

এ নিয়ে হুসাইনের ওপর ক্ষোভ ছিল বিদুনের।

হুসাইনের এক নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে গালফ নিউজকে বলেছেন, এ ঘটনার প্রতিশোধ নিতেই সাবেক স্বামীকে হত্যা করেছে বিদুন।

আহমেদ হুসাইন কবি ও নাট্যকার হিসেবে আরব আমিরাতের  বুদ্ধিজীবী মহলে বেশ সুপরিচিত ছিলেন। শুক্রবারই তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.