আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের আরেকটি পরাজয়

ভারতের পর এবার পাকিস্তানের কাছেও হেরে গেলো বাংলাদেশ। বোলিং-ফিল্ডিংয়ের পর চরম ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয় যুক্ত হলো বাংলাদেশ দলের হারের খাতায়।

আজ রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৫০ রানে হেরে যায় টাইগাররা। ১৯১ রানের ‍টার্গেটে ব্যাটিং করতে নামা বাংলাদেশের ইনিংসের শুরু থেকেই প্রয়োজনীয় রান তোলার তাগাদা দেখা যায়নি। মাঝে সাকিব আল হাসান কিছুটা চেষ্টা করেছিলেন।

কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

হংকংয়ের বিরুদ্ধে হার দিয়ে শুরু টি-টোয়েন্টির চূড়ান্ত পর্বের আগেকার ম্যাচগুলোর মতো রবিবারও পাকিস্তানের বিপক্ষে টাইগার ব্যাটিংয়ে সেই পুরনো দুর্দশা চোখে পড়ে। মাত্র ৪৭ রান সংগ্রহ করতে ৪ উইকেট খোয়া যায় টাইগারদের। ৯১ রানে খোয়া যায় পঞ্চম উইকেট। ১১২ রানে ষষ্ঠ উইকেটের পর সর্বশেষ সপ্তম উইকেটের পতন ঘটে ১১৬ রানে।

সাজঘরে ফেরার মিছিলে ভিড়েন তামিম, বিজয়, শামসুর, মুশফিক, সাকিব, নাসির ও জিয়াউর রহমান।

এর আগে, টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনার আহমেদ শেহজাদের হার না মানা শতকে ১৯০ রান সংগ্রহ করে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার খেলে এ রান সংগ্রহ করতে পাকিস্তানের উইকেট খোয়া যায় পাঁচটি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.