আমাদের কথা খুঁজে নিন

   

গিনেস বুকে আন্দোলনের রেকর্ডের সুযোগ নেই

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গিনেস বুকে আন্দোলনের কোনো রেকর্ডের সুযোগ নেই। আন্দোলন করে সরকারের পতন ঘটিয়ে গিনেস বুকে নাম লেখাব_ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এ আলোচনার আয়োজন করে। ড. হাছান মাহমুদ বলেন, সাবেক বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে বিনয়ের সঙ্গে বলছি একটু পড়াশোনা করুন। তিনি বলেন, গতকাল (শনিবার) খালেদা জিয়া আমাদের জাতীয় সংগীতকে নিয়ে কটাক্ষ করেছেন। এতে প্রমাণ হয়, তাদের কাছে আমাদের জাতীয় সংগীতের মর্যাদা নেই। তাদের কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও নিরাপদ নয়। হাছান মাহমুদ বলেন, আমরা আলোচনায় বিশ্বাসী। তবে তার আগে খালেদা জিয়াকে স্বাধীনতায় বিশ্বাস ও জন্ম-তারিখ ঠিক করে স্বাধীনতাবিরোধীদের ত্যাগ করতে হবে। নির্বাচন ৫ বছরের আগে হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। জিয়াউর রহমান ঘটনাচক্রে মুক্তিযোদ্ধা হয়েছেন মন্তব্য করে তিনি বলেন, সে সময় জিয়া পাকিস্তানে বদলি হওয়ার পরও চট্টগ্রামে সোয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাস করতে গেছেন। বাধার মুখে পড়ে সেখানে অবস্থান করছিলেন। পরে ঘটনাচক্রে তিনি মুক্তিযোদ্ধা হয়েছেন। মূলত তিনি পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কাজ করেছেন। সংগঠনের সভাপতি মুস্তাক আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.