আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু কলেজের শিক্ষকদের এক বছর ধরে বেত

আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘ এক বছরেও সরকারি বেতন-ভাতা পায়নি খুলনার রূপসার বঙ্গবন্ধু কলেজের শিক্ষক-কর্মচারীরা। উপরন্তু কলেজের ননএমপিওভুক্ত ২৬ জন শিক্ষক-কর্মচারীর চাকরি সরকারিকরণ নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। জানা যায়, রূপসার বেলফুলিয়ায় বঙ্গবন্ধুর নামকরণে 'বঙ্গবন্ধু কলেজ' প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। এর প্রায় ৪১ বছর পর গত বছরের ১৪ মে কলেজটি সরকারিকরণ করা হয়। বর্তমানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতক সম্মান বিভাগে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। কলেজে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ও সমাজকর্ম বিষয়ে অনার্স পড়ারও সুযোগ রয়েছে।

২০১১ সালে ৫ মার্চ খুলনার খালিশপুরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজটি সরকারিকরণের ঘোষণা দেন। সে অনুযায়ী, গত বছরের ১৪ মে কলেজটি সরকারিকরণ করা হয়। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ননএমপিওভুক্ত ওই ২৬ জন শিক্ষক-কর্মচারীর চাকরি আত্তীকরণের জন্য জনপ্রশাসনে দুই দফা আবেদন করেছে। কিন্তু এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া এমপিওভুক্ত ৪৯ জন শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণ করলেও সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। এরই মধ্যে কলেজের দুজন শিক্ষকের চাকরির বয়সসীমাও শেষ হয়ে গেছে। সিদ্ধান্ত বাস্তবায়নে এ দীর্ঘ সূত্রিতায় কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। কলেজের অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ জানান, কলেজের ৭৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে এমপিওভুক্ত ৪৯ জন শিক্ষক-কর্মচারীর চাকরি আত্তীকরণ করা হয়েছে। কিন্তু ননএমপিওভুক্ত ২৬ জন শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণ এখনো হয়নি। ফলে ননএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে হাতাশার সৃষ্টি হয়েছে। যা অনার্সের শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.