আমাদের কথা খুঁজে নিন

   

ভাসিতে চাও যদি প্রেম নদীতে

আসিবে শ্যাম করিতে প্রেম
পার যদি প্রেমো ভরে তারে সাধিতে
ভাসিতে চাও যদি প্রেম নদীতে ..............

কারো হক মেরনা অ-কারণে ছেড়না
বলা হয়েছে যা তোমায় করিতে
জীবে করোনা ক্ষতি, পরে লোভে অতি
করো যদি পারো, উপকার করিতে।
ভাসিতে চাও যদি প্রেম নদীতে ..............


মোহ থেকে দূরে থাক, ক্রোধকে বসে রাখ
মদকে দিওনা তোমায় মাতাল করিতে
মাৎশর্য্য ভুলে, লাথি মেরে কুলে
ভুলের এই জীবন টান ইতিতে।
ভাসিতে চাও যদি প্রেম নদীতে ..............

মন বাতাসে দিওনা পাল, উলটা শ্রোতে ধইর হাল
তুফান উঠে যদি কাম নদীতে
ঢেউয়ে ঢেউ বসে আন, না পারিলে আগে জান
সবুজ বলে গুরুর কাছে যাও জানিতে।
ভাসিতে চাও যদি প্রেম নদীতে ..............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।