আমাদের কথা খুঁজে নিন

   

আঁখীর কোলে হাসি, মনের ঘরে কান্না

আঁখীর কোলে হাসি, মনের ঘরে কান্না
-------------------- ড. রমিত আজাদ


তোমার আঁখীর কোলে হাসি জ্বলে,
মনের ঘরে কান্না,
তোমার কপোল জুড়ে চাঁদের দ্যুতি,
হৃদয় মাঝে বন্যা।

বাইরে থেকে যে দেখেছে,
সুখী তুমি সেই ভেবেছে,
বুকের ভিতর দুঃখ জমে কেমন ক্ষত,
কে জেনেছে?


তোমার কেশের রাজি রৌদ্রছায়ায়,
মেঘের মায়ায়,
এলোচুলের ঐ কবরী, মন বাহারী,
কুসুম শুকায়।


দেখেছিলে স্বপ্ন তুমি যাকে নিয়ে,
মনের পরে, আপন ঘরে,
ভালোবাসা সেই তিথিতে,
খুব গোপনে গুমরে মরে।


তোমার মুখে ফোটে বোশেখের রোদ,
একটুও ছায়া নেই,
কেউকি বুঝেছে আড়ালে তাহার,
বেদনা লুকায়ে,
মনটাতো ভালো নেই?

স্মৃতিটাতো কাঠে-কার্বনে গড়া
সাদামাটা পেন্সিলে লেখা নয়,
ইরেজারে যার রেখা,
অতি সহজেই মুছে ফেলা যায়।
যে ফুল দলিয়াছে সে, তব নিষ্ঠুর পায়,
তারই হাহাকার জাগি কাঁদে বুকের তলায়।


উদাসী বাতাসী, সোনার গোধূলী,
বিরহে আভাসে, বেদনা উথলী,
ঠোটে থেকে যাওয়া ঐ প্রিয় স্বাদ,
আজো নিশীথের সাথে জাগে, সেই পুরাতন চাঁদ।


জানি তুমি রেখেছ ক্ষোভময় বুকে,
তোমার পুরাতন তাকে,
আমার সকাশ তোমার জীবনে,
কোন কি অর্থ রাখে?


তবু শুধু একবার বলি,
আমিও তোমাকে চাই,
তোমার হৃদয়ে আমার কায়ার,
হবে কি একটু ঠাই?
সে দিয়েছে তোমার বুকেতে,
প্লাবনের ভরা দুখ,
আমি দিতে চাই তোমার মনেতে,
ফাগুনের রাঙা সুখ।
একবার শুধু দুঃখ ভুলিয়ে, এই হাতে রাখো হাত,
তমশার রাত কেটে গিয়ে হবে, নতুন প্রভাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.