আমাদের কথা খুঁজে নিন

   

আড়াইহাজারে সাংসদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ, কাল হরতাল

নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকার আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোট কারচুপিতে সরাসরি সহযোগিতার অভিযোগ এনেছেন দুই প্রার্থী। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তাঁরা। অনিয়মের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

আজ সোমবার বিকেলে বিএনপি-সমর্থিত প্রার্থী গাজী এম এ মাসুদ ও আওয়ামী লীগের বিদ্রোহী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পারভীন আক্তার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত এই অভিযোগ করেন। এর অনুলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।



নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গাজী এম এ মাসুদ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগে জানান তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহজালালের পক্ষে ব্যাপক ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের কারণে তাঁর পক্ষের কর্মী-সমর্থকেরা ভোট দিতে পারেননি। লিখিত অভিযোগে তিনি আরও জানান, স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবুর নির্দেশে স্থানীয় প্রশাসন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষ নিয়ে কোথাও কোথাও কেন্দ্র দখল ও ভোট কারচুপিতে সরাসরি সহযোগিতা করছে। এ কারণে তিনি (মাসুদ) চেয়ারম্যান পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন।

একই অভিযোগ এনেছেন ওই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) পারভীন আক্তার। তিনিও তাঁর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।



এ দিকে ভোট গ্রহণের শেষ সময়ে গাজী এম এ মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি মুঠোফোনে আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধিকে জানিয়েছেন আড়াই হাজার থানা বিএনপির সভাপতি বদরুজ্জামান খসরু। এর প্রতিবাদে কাল আড়াই হাজার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে বলেও জানান তিনি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.