আমাদের কথা খুঁজে নিন

   

মুছা ইব্রাহিম যখন মিছা ইব্রাহিম হয়!

জীবন- মৃত্যুর খেলা খুব কাছ থেকে অনেক মানুষ দেখে । কিন্তু নশ্বর জীবনটা যখন ফুরিয়ে যায় সময়ের স্রোতে , তখন এরপরের জীবনটার গল্প কেমন হয় ? সবার গন্তব্য কি একই রকম হয় নাকি সবার মৃত্যু একভাবে হয় ?

কেউ কি কাঁদে সেই মৃত মানুষটির জন্যে , যে কিছুক্ষণ আগেও এই পৃথিবীর আলো-বাতাসে বেঁচে ছিল । মানুষের মৃতুর পরে মানুষ কি রকম অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে ?

প্রতিটি মানুষই একদিন মৃত্যুর স্বাদ নেয় , সেই স্বাদ নেওয়া থেকে কেউবিরত থাকতে পারেনা । মানুষের জীবন কত বিচিত্র, বেঁচে থাকতে কষ্ট আবার মরে গিয়েও কষ্ট । বেঁচে থাকতে মানুষ অনেক কিছুই ভাবে কিন্তু মৃত্যুর পর তার জীবনটা কি রকম হয় ? সে কি আনন্দে থাকে নাকি কষ্টে থাকে নাকি দুইটার মাঝখানেই তার অবস্থান ?

এই কথার উত্তর হয়ত আমরা কেউই জানিনা ।

একেকজন আমরা এর উত্তর একেকভাবে দিতে প্রস্তুত হব , হয়ত এটাই স্বাভাবিক । আসলে আমরা সবশেষে মানুষতো , আমাদের প্রত্যেকের মাঝেই এক মৃত্যু চিন্তা খেলা করে ।

কিন্তু এই আমি যখন মারা যাবো এই আমার জীবনটা কেমন হবে ? সাদা নাকি কালো ? আমার কবর হবে নাকি হবেনা ? এইরকম অনেক প্রশ্নইতো আমাদের মানুষের মনে ঘুরপাক খায় । কিন্তু এর শেষ কোথায় ?

সবকিছুর শেষ আছে , কিন্তু মৃত্যু ?
যেখানে একটা জীবনের সমাপ্তি মানেই ধরে নেয়া হয় সব শেষ , সেখানেও কিন্তু একটা নতুন শুরু হয়ে যেতে পারে ।

প্রতিটা মানুষের মৃত্যু স্বাভাবিক না ।

আবার হলেও সুন্দরভাবে তার গন্তব্য হয়না কবরে । আসলে পৃথিবীর মানুষের ঘূর্ণায়মান জীবনের শেষেও যে ঘূর্ণায়মান মৃত্যুময় সময় অতিবাহিত হতে পারে ।

প্রতিটা লাশেরইতো গন্তব্য কবর হয়না । আবার কত মানুষইতো প্রতিদিন মারা যায় , যার জন্যে হয়ত কেউ কাঁদেনা। বেয়ারিশ হয়ে হয়ত গন্তব্য হয় সেই মৃত মানুষ অথবা লাশটার স্থান কবরে ।

হয়ত আরেকটা নতুন কিছুর শুরু । জীবন শেষ ,কিন্তু মৃত্যুর পরের সময় শুরু । সবকিছুরই শুরু হয় , হয়ত সবকিছুরই শেষ আছে ।
গন্তব্যহীন পথ তবু গন্তব্যের শুরু ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.