আমাদের কথা খুঁজে নিন

   

লাইকস প্লানেট থেকে পেজার মাধ্যমে টাকা উত্তলোন করুন

অনলাইন থেকে টাকা উপার্জনের একটি অন্যতম সাইট হচ্ছে লাইকসপ্লানেট.কম। এই সাইটে বিভিন্নভাবে টাকা উপার্জন করা যায়। ফেসবুক ফটো লাইক, শেয়ার, ফলো এবং ইউটিউব ভিডিও দেখা, অন্যের সাইট ভিজিট করা এসব করে মোটামুটি ভাল পরিমান টাকা উপার্জন করা যায়।
আমাদের দেশে যারা ফ্রিল্যান্সার তারা মাসে নূন্যতম না হলেও ১৫-২০ হাজার টাকা ইনকাম করে। তাদের দেখাদেখি অনেকে ফ্রিল্যান্সার হতে চায়।

অনলাইন থেকে টাকা উপার্জন করতে চায়। কিন্তু ফ্রিল্যান্সার হতে গেলে যে অনেক কাজ শিখে মাঠে নামতে হয় এটা অনেকেই জানে না। তাই পদে পদে স্প্যামারদের হাতে ধরা খেতে খেতে অনেক মূল্যবান সময় নষ্ট করে। তাদের জন্য লাইকস প্লানেট। এই সাইট টা শুধু তাদেরই জন্য যারা জীবনে অনলাইন থেকে ১ পয়সাও ইনকাম করতে পারেন নাই।

আবার অনেকে অনেক পিটিসি সাইট বা বিভিন্ন ভুয়া সাইট থেকে টাকা ইনকাম করার পরও কোনদিন হাতে পান নাই তাদের জন্য লাইকস প্লানেট। পেজাতে টাকা পাওয়ার একটি প্রুফ আমি নিচে দিলাম

আপনি যদি প্রতিদিন শুধু ফেসবুক লাইক করেন ১ ঘন্টা করে এবং আপনার কোন রেফার যদি না থাকে তাহলে (সত্য কথা) মাসে ৬০০ টাকা ইনকাম করতে পারবেন । আর যদি রেফার বাড়াতে পারেন মানে আপনি যদি নূন্যতম ২০ জনকে সাইন আপ করাতে পারেন আপনার রেফারেল লিংকের মাধ্যমে এবং প্রতিদিন নিজেও ক্লিক করেন তাহলে মাসে চার/পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন। যত কষ্ট করবেন তত পয়সা পাবেন।
পূর্বে লাইকস প্লানেট শুধু পেপাল এবং ওকেপে সাপোর্ট করত।

কিন্তু বাংলাদেশের মত অনেক দেশ পেপাল ও ওকেপে সাপোর্ট না করায় অর্জিত টাকা হাতে পাওয়া যেত না। কিন্তু বর্তমানে লাইকস প্লানেট পেজা সাপোর্ট করে। সুতরাং খুব সহজে লাইকস প্লানেট থেকে অর্জিত টাকা হাতে পাওয়া যায়।
সাধারনত টাকা পাঠানোর ২৪-৪৮ ঘন্টার মধ্যেই পেজাতে টাকা এসে যায়
টাকা পেজাতে সেন্ট করার জন্য ক্যাশ আউট সেকশনে যান। তারপর নিচের ছবি ফলো করেন।



পেজাতে টাকা আসার পর সেই টাকা হাতে পাওয়ার জন্য আপনার পেজা একাউন্ট ভেরিফাই হতে হবে। এজন্য আপনার ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি এবং একটি ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান কপি লোড করে আবেদন করতে হবে। ভেরিফাই করা হয়ে গেলে আপনি টাকা পেজা থেকে বাংলাদেশি যে কোন লোকাল ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।
ভালো লাগলে বা কোন অভিযোগ থাকলে কমেন্ট করে জানাবেন। সময় পেলে আমার সাইট ভিজিট করতে পারেন।


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।