আমাদের কথা খুঁজে নিন

   

লালমনিরহাটে বাস-ভটভটির সংঘর্ষে নিহত ৫, আহত ১৭

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ফকিরের তকেয়া বাজারে সড়ক দুর্ঘটনায় পাঁচ ভটভটি যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। অন্যদিকে ফুলবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় ভ্যানচালক মারা গেছেন। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ফকিরের তকেয়া বাজারে গতকাল সন্ধ্যা ৬টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ ভটভটি যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মাহফুজার রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফকিরের তকেয়া বাজারে অপেক্ষমাণ তিনটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফরিদা বেগম, রিয়াজ মিয়া ও নুরুজ্জামান মিয়া এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুই ভটভটি যাত্রী নিহত হয়েছেন। এরা সবাই ফকিরের তকেয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় অন্তত ১৭ অটোযাত্রী ও পথচারী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন।

ঘাতক বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান। দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সফিউর রহমান নিহত হয়েছেন। গতকাল ফুলবাড়ীর হাসপাতাল রোডে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সফিউর রহমান মন্টু (৫৫) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ এলাকার অধিবাসী। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। হবিগঞ্জ : হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় সুরুক মিয়া (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত সুরুক মিয়ার ছেলে রুক্কু মিয়াকে (১৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ৭টায় মাধবপুর উপজেলার শাহজিবাজার পাওয়ার কোম্পানি এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুক মিয়া মাধবপুর উপজেলার কাহুড়া গ্রামের বাসিন্দা।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.