আমাদের কথা খুঁজে নিন

   

এবার হাওয়ায় চলবে মোটরবাইক!

পেট্রোল কিংবা ডিজেলে নয়, এবার মোটরবাইক চলবে হাওয়ার চাপে। কম্প্রেসড এয়ার প্রেশারে। বাইকের ডানদিকে লাগানো লম্বা হলুদ রঙের একটা সিলিন্ডারে ভর্তি থাকবে সাধারণ বাতাস। সিলিন্ডার থেকে বাতাস পৌঁছে যাবে ইঞ্জিনে। বাতাসের বেগ নিয়ন্ত্রণ করে বায়ুচাপে চালানো হবে ইঞ্জিন।

এই মোটরবাইকটি আবিষ্কার করেছেন দুই ভারতীয় অধ্যাপক। এরা হলেন: লক্ষ্ণৌর স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্সের অধ্যাপক ভারত সিংহ ও কানপুর এইচবিটিআই প্রতিষ্ঠানের অধ্যাপক ওঙ্কার সিংহ। তারা দুজনেই তাদের বাইকের ব্যবহারিক পরীক্ষা দিয়েছেন। চলতি মার্চ মাসেই লিমকা বুক অফ রেকর্ডসে নাম উঠে গিয়েছে তাদের। এখন অপেক্ষা গিনেস বুকে নাম ওঠার।

গত বছর ১০ মে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সামনে তারা এই বাইকের কার্যক্রম দেখান। সেখানে নিজস্ব মডেলের খান চারেক বাইক নিয়ে যান দুই অধ্যাপক। রাষ্ট্রপতিসহ ভারী শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা বেশ প্রশংসাও করেন।

জানা যায়, গবেষক অধ্যাপক ভারত সিংহ ও ওঙ্কার সিংহ ভবিষ্যতে বাণিজ্যিকভাবে মোটরবাইক উৎপাদন শুরু করার কথা ভাবছেন। এতে করে দেশের মানুষকে বাইকের জন্য পেট্রোল, ডিজেল, মোবিলের খরচের কথা আর ভাবতে হবে না।

আর এই বাইকটির দাম হবে ৮৫ হাজার টাকা। ৫.৫ হর্সপাওয়ার ইঞ্জিন থাকবে। ৫ টাকার বাতাস ভরলে ঘণ্টায় ৪০ কিলোমিটার যাবে।

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.