আমাদের কথা খুঁজে নিন

   

মৌলভীবাজারে আওয়ামী লীগের দুপক্ষে সুনামগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

রাজনগরে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থী মো. আছকির খানের সমর্থকরা হামলা চলিয়ে সোমবার রাতে অপর আওয়ামী প্রার্থী মিসবাহুদ্দোজা ভেলাইয়ের ১০ কর্মীকে আহত করেছে। এ সময় ১৫টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে তারা। খবর পেয়ে বিজিবির সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, রাত ৮টায় আছকির ভোট গণনায় এগিয়ে থাকার সংবাদ পেয়ে তার সমর্থকরা স্থানীয় চৌধুরীবাজারে বিজয় মিছিলে মিসবাহুদ্দোজাকে ব্যঙ্গ করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ভেলাই সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এর জের ধরে রাত ১০টায় আছকিরের লোকজন সংঘটিত হয়ে ভেলাই সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। ভাঙচুর করা হয় ১৫টি বাড়িঘর।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বাজারে গতকাল আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিন বিএনপি কর্মীকে আটক করেছে। সংঘর্ষে গুরুতর আহত আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় চিনাকান্দি বাজারে বিএনপির বিজয়ী উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ ও আওয়ামী লীগের পরাজিত প্রার্থী রফিকুল ইসলাম তালুকদারের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। বিশ্বম্ভরপুর থানার ওসি আফসার উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।