আমাদের কথা খুঁজে নিন

   

্রিকেট দে নইলে মানচিত্র খাবো।।

শারজাহ কাপ’ ৯৫। আনিস বোলিং করছে—শচিন ব্যাটিং এ। দুই একটা বল অফ স্ট্যাম্প বিট করে বেরিয়ে গেল। বুকের ভিতর কি যে অদ্ভুৎ শিহরণ। আতাহার ব্যাটিং শুরু করল—শ্রীনাথ কে টানা দু বলে দুটি চার হাঁকাল—গর্বে বুকের ছাতি ফোলে আকাশ ছুঁই ছুঁই।

দ্যাখ আমরাও তাহলে পারি—শচিনের মতো টপ ব্যাটসম্যান কে বিট করি আবার শ্রীনাথদের সীমানার অপারে আছড়ে ফেলি।
খেলা দেখতে বসে এই ছোট ছোট অর্জন গুলোই আমাদেরকে গর্বিত করতো, আনন্দ দিত—জয় পরাজয় সে তো ছিল ভিনগ্রহের কোন আকাশ কুসুম কল্পনা। । ওদের সাথে খেলতে যে পারছি—এটাই বা কম কিসে?! খেলা শেষে দেখেছি রফিক আনিসরা তাদের অটোগ্রাফ নিতেই ব্যস্ত।

সেই দিন আর নেই।

আমরা এখন অনেক অনেক এগিয়ে গেছি। সত্যি কি তাই??!
প্রশ্নটা গত কয়েকদিন ধরে মনের ভিতর যুতসই বসে আছে। ।
মুশফিকরা যখন খেলা শুরু করলো ইন্ডিয়ার সাথে—৯৫ এর সেই অনুভুতি যেন আবার ফিরে আসছিল । প্রত্যেকটা মুহূর্তেই মনে হচ্ছিল আমরা কোনদিন ওদের বিট করিনি।

ওদের প্রত্যেকটা প্লেয়ারদের আগের মতোই দানব মনে হতে লাগলো।
জানি হারবে—আত্মবিশ্বাস যখন খাদের তলানিতে তখন কিই বা আর আশা করার আছে—তবুও কোন এক অদৃশ্য মায়া বলে স্ক্রিনে তাকিয়ে থাকি ,যদি কিছু হয়ে যায়! নাহ আর হয়না । মাঝে যে দিন এসেছিল স্বপ্নের মধ্যে সে দিন হয়তোবা গেল বলে।
আমার এই আশা উচ্চাশার দায় তো আমার একার নয়—এই দায় তো তোমাদেরই সোনার ছেলেরা—সেই ৯৫ থেকে আমাদের আশার পারদ টাকে যেভাবে তরতরিয়ে উপরে নিয়ে এসেছ, হটাৎ তা নামিয়ে দিলে,এর দায় তো তোমাদেরই নিতে হবে--- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.