আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগগীতি

ভাবের সাগর কোহিনুর ভাই
গানে জি.এম.আশা
নুর মোহাম্মদ নুরুর লেখা
তথ্য দিয়ে ঠাঁসা ।

শাহিদুল হক কাব্যতীর্থ
প্রামাণিকের ছড়া
চৌধুরি রব্বানীর লেখা
খানিক মিঠে কড়া ।

সাদাত সবুজ ভাল লেখে
হামিদ ভায়ের গদ্য
ফটোগ্রাফির রাজা কামাল
ব্লগে ফোটায় পদ্ম ।

ছড়া লেখায় বিধুভূষণ
রশীদ জামিল আড্ডায়
ব্লগে ওদের আর দেখি না
চলে গেছে বাড্ডায় ।

গল্প বলায় জিনজির সেরা
কবিতায় আরমান
দারুণ ছড়া গান লিখিত
ব্লগার জানেমান ।



ঘাসফুলের আর কাব্যগীতি
যায় না ব্লগে দেখা
মাঈনুদ্দীন মইনুলের লেখা
মনে কাটে রেখা ।

ফেরদৌসী আর নাসরিন লেখে
অতি চমৎকার
টরেন্টোর এক আরজু আলম
ব্লগের অহংকার ।

আবু হেনা পরান কথা
বৈচিত্র সব অর্থে
সনৎ ঘোষের লিমেরিকে
আলোক রশ্মি বর্তে ।

আলভী লিখে ভাল লেখা
মন্তব্যে দেয় ফুল
বালুচরের লেখায় দেখি
বানান থাকে ভুল ।

বচন কবি আয়েশা আহমদ
জ্ঞানের কথা লিখে
হুমড়ি খেয়ে পড়ে সবাই
নেয় অনেকে শিখে ।



সবার কথা লিখতে গিয়ে
ভেবে পাইনা কূল
যে সব ব্লগার বাদ পড়েছে
ছিঁড়বে তারা চুল ।

সবুর করুন আসবো আবার
মিঠাই-মণ্ডা নিয়ে
সকল ঘাটে নৌকা ভিড়াই
পসরা যাব দিয়ে । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.