আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সামুতে আছে নাম বিহীন একজন ভুতুড়ে ব্লগার, দেখে নিন ....

একটা প্রশ্নঃ "নাম ছাড়া" কি কোন ব্লগার হতে পারে ? মানে একজন ব্লগার থাকবেন কিন্তু তার নিকের কোন নাম থাকবে না !
প্রশ্ন টা রইলো আপনার কাছে !


এখন সামুতে একজন ব্লগারকে আপনি কিভাবে খুজে পাবেন কিংবা কিভাবে চিনবেন ?
সহজ প্রশ্নের জবাব আসবে চার ভাবে খুজে পাবো !
এক- সেই ব্লগার যদি কোন পোস্ট দেয়
দুই- যদি সে কোন মন্তব্য করে !
তিন- আপনার ভিজিট লিস্টে তার নাম দেখে !
চার- কতজন ব্লগার অনলাইনে আছে সেই লিস্টে তার নাম দেখে !

এখন কথা হচ্ছে যদি সেই ব্লগার যদি কোন মন্তব্য না করে কিংবা কোন পোস্ট না দেয় ?
তাহলে উপরের দুটো উপায় বাতিল হয়ে যায় ! কিন্তু নিচের দুটো পদ্ধতি তো থেকেই যায় ! মনে করেন সেই ব্লগার আপনার পোস্টে কিংবা আপনার ব্লগে কোন দিন আসলো না ! তাহলে ?
তিন নাম্বারটা বাদ দিলাম কিন্তু সেই ব্লগার যদি অনলাইনে থাকে, তাহলে কিন্তু তার নাম অনলাইন লিস্টে থাকবে !

এখন আগের কথায় আসি ! আগের প্রশ্নটায় ?
নাম ছাড়া কি কোন ব্লগার থাকতে পারে ?
জি পারে ।
পারে ?

তাহলে দেখুন এই স্ক্রিনশর্ট টা ! সামুতে একজন ভুতুড়ে নাম বিহীন ব্লগার আছে !
এই দেখুন


আরেকটু ভাল করে দেখুন ! নাম দেখতে পাচ্ছেন ? কোন নাম নেই !
এখন এই নাম বিহীন ব্লগারের নাম এবার সবার উপরে আছে !


আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিন বেশ খানিকটা অবাক হয়েছিলাম ! নাম নেই এমন একজন ব্লগার রয়েছে সামুতে ! তার থেকেই অবাক হলাম যখন সেই নাম বিহীন ব্লগার আমার ব্লগটি ভিজিট করলো !

দেখেছেন ব্যাপার খানা ! আমার ব্লগে গেছে কিন্তু আমি তার ব্লগে যেতে পারছি না ! তার নাম টাও খুজে পাচ্ছি না !
আরেকটা ছবি দেখুন আমার ভিজিট লিস্টের


দেখুন আরও কিছু স্ক্রিন শর্ট !

আরেকটা


এখন প্রশ্ন হচ্ছে কে এই নাম বিহীন ব্লগার ?
যার কোন নাম নেই অথচ তার নাম বিহীন নামটা আসে অনলাইনে থাকা ব্লগারদের নামের সাথে সাথে সাথে সে কারও ব্লগে গেলেও তার নাম বিহীন নাম টা এসে হাজির হয় ?
কে এই ভুতুড়ে ব্লগার ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।