আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী সুন্দর জীবননের নমুনা।

আমি আমার রব হিসাবে আল্লাহতায়ালাকে রাজি করাতে চাই। ইসলাম মানুষ হিসাবে আমাদের সমাজ ব্যবস্থাকে কতোবেশি উন্নত করতে পারে তার একটা ঘটনা পেশ করতে চাচ্ছি যাতে আমারাও তাদের মতো হবার নিয়ত অন্তত করতে পারি। একবার মদিনার বাজারে মদিনার বাহিরের দুইজন নন-মুসলিম আসলো এবং কোনো একদোকানের মালিকের কাছে জানতে চাইলেন: ঐ জিনিসকি আছে নাকি? উত্তরে মোসলিম দোকানদার বললেন: আছে। ঐ আগন্তকদ্বয় উক্ত বস্তু নিদিষ্ট দামে ক্রয় করতে চাইলে দোকানদার তাদেরকে বললেন: আমার কাছে ঐ মাল আছে সত্য কিন্তু আমার অনুরোধ আপনারা ঐ মালটা আমার পাশের দোকান হতে ক্রয় করুন কারণ আমি আজ সকাল হতে অনেক বেশি বিক্রয় করেছি কিন্তু আমার পাশের দোকানদার ভাইকে তেমন কিছু বিক্রি করতে দেখি নাই তাই আমার মন চাই আমার সাথে সাথে আমার পাশের দোকানদার ভাইও কিছু বিক্রি করুক। শুনে ঐ আগন্তকদ্বয় যখন ঐ পাশের দোকানে যাচ্ছিল তখন সে আবার আরো অবাক করে দিয়ে তাদেরকে বললো: আমি আপনাদেরকে মদিনায় নতুন দেখতেছি! আপনারা মনে হয় মদিনায় নতুন আসছেন? তাই আপনাদের কাছে আমার অনুরুধ: আপনারা আপনাদের প্রয়োজনীয় বস্তুসমূহ আমার পাশের দোকানী ভাইয়ের কাছ থেকে কিনেন কিন্তু আজ রাতে আপনাদের দুই জনের আমার বাসায় দাওয়াত। এই কথা শুনার পর আগন্তুকদ্বয় পরস্পর বলাবলি করতে লাগলো: চলো ভাই তারা তারি মদিনা হতে বাহির হইয়া যাই কারণ মদিনার বা্জারের পরিবেশই যদি এতো বেশি ভালো হয় না জানি তাদের মসজিদের পরিবেশ কতো সুন্দর হতে পারে! চলো তারা তারি মদিনা হতে বাহির হইয়া যাই না হয় আমাদের মনও অতি তারাতারিই ইসলামের দিকে পাল্টে যাবে। সত্যি এটাই ছিলো আমাদের পূর্বপুরুষদের জীবন-ব্যাবস্থা অথচ আজ আমাদের সমাজ ব্যবস্থা কতো বেশি ধ্বংশ হইয়া গেছে। আল্লাহ আমাদের জীবনের পরিবর্তনের জন্য কবুল করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.