আমাদের কথা খুঁজে নিন

   

'বার্সেলোনার ওপর অন্যায় নিষেধাজ্ঞা'

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞার ফলে আগামী ১৪ মাস কোনো খেলোয়াড় কিনতে পারবে না লা লিগা চ্যাম্পিয়নরা। কম বয়সী খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার জন্য নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয়েছে বার্সেলোনাকে।
বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ বলেন, “আমরা এর বিরুদ্ধে লড়াই করব। কারণ, আমরা মনে করি, এটা অন্যায়। ”
ফিফার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কথা আগেই জানিয়েছিল বার্সেলোনা।


২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে বার্সেলোনার সঙ্গে ১৮ বছরের নীচে বেশকিছু খেলোয়াড়ের চুক্তি নিয়ে তদন্ত করে ফিফা। তারা জানায়, ১০ জন খেলোয়াড়ের ক্ষেত্রে বার্সেলোনা এ সম্পর্কিত আইন ভেঙে চুক্তি করেছে।
খেলোয়াড় কেনা নিয়ে ফিফার নিয়মে বলা হয়েছে, তিনটি ব্যতিক্রম ছাড়া ১৮ বছরের নীচে কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করা যাবে না।
১৮ বছরের কম বয়সী কোনো খেলোয়াড়ের অভিভাবক ফুটবল সংক্রান্ত কারণ ছাড়া অভিবাসী হলে সেই দেশের ক্লাব তার সঙ্গে চুক্তি করতে পারবে। ইউরোপীয় ইউনিয়ন অথবা ইউরোপীয় অর্থনৈতিক এলাকার কোনো দেশের ১৬ থেকে ১৮ বছরের ফুটবলারকে কেনাতেও কোনো বাধা নেই।

অথবা ফুটবলারটির বাড়ি ক্লাবের ১০০ কিলোমিটারের মধ্যে হলেও তাকে কেনা যাবে।
ফিফার দাবি, স্পষ্টভাবেই বার্সেলোনা এবং স্পেনের ফুটবল ফেডারেশন আইন ভঙ্গ করেছে।
বার্সেলোনা সভাপতি অবশ্য তাদের ফুটবল একাডেমি ‘লা মাসিয়া’র বিষয়টি সামনে টেনে এনেছেন। বার্সেলোনা অনেক আগে থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদীয়মান ফুটবলারদের সঙ্গে চুক্তি করে তাদের যুব প্রকল্পের আওতায় নিয়ে আসছে। পরে এখান থেকেই বার্সেলোনার মূল দলে জায়গা করে নেয় তারা।


বার্তোমেউ মনে করেন একাডেমির জন্য ১৮ বছর বয়সের নিচের খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করে স্পেনের ফুটবলের কোনো নিয়মই ভাঙেনি তারা।
“আমরা তো আর আমাদের তরুণ ফুটবলার তৈরির পদ্ধতিটা ভেঙে দিতে পারি না। মাসিয়ার পদ্ধতি পরিবর্তন করার নয়। আমাদের সদস্য এবং সমর্থকরা জানে, এটা আমাদের জন্য বিশেষ কিছু। ”
বার্সেলোনার এই তরুণ ফুটবলার তৈরির কারখানা থেকেই এক সময় বেরিয়ে এসেছেন আজকের লিওনেল মেসি।

আর মেসি যে বার্সেলোনার সমর্থকদের কাছে কি, সেটা বলার অপেক্ষা রাখে না।
বার্তামেউ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, ফিফা যদি শেষ পর্যন্ত তাদের নিষেধাজ্ঞা বহাল রাখে, তাহলে আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা।
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।