আমাদের কথা খুঁজে নিন

   

বাবরি মসজিদ ধ্বংস পূর্বপরিকল্পিত, আগে থেক

'বাবরি মসজিদ কাণ্ড পূর্বপরিকল্পিত'। পরিকল্পনার সব খবরই জানতেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, সাবেক কংগ্রেস সাংসদ পি ভি নরসিমা রাও। ভারতের একটি বিতর্কিত নিউজ ওয়েবসাইট 'কোবরা পোস্ট'-এর স্টিং অপারেশনে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে।

কোবরা পোস্টের অ্যাসোসিয়েট কে. আশিষের দাবি অযোধ্যা, লক্ষ্নৌ, গোরক্ষপুর, মথুরা, মোরাদাবাদ, ফৈজাবাদসহ উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জায়গা এবং মুম্বাই, জয়পুর ঘুরে ২৩ জনের সঙ্গে কথা বলেছেন, তাদের সাক্ষাৎকার নিয়েছেন। এরা প্রত্যেকেই বাবরি কাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলেও জানা গেছে। সেখান থেকে জানা গেছে, 'অপারেশন জন্মভূমি' কোড নাম নিয়ে আগে থেকেই পরিকল্পনা হয়েছিল, বাবরি মসজিদ ধ্বংসের। অভিযুক্তদের তালিকায় লালকৃষ্ণ আদভানি, মুরলীমনোহর যোশী, বিনয় কাটিহার, অশোক সিঙ্ঘাল, উমা ভারতীর মতো বিজেপি, আরএসএসসহ বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের তাবড় তাবড় নেতার নাম রয়েছে। তারা প্রত্যেকেই ১৯৯২ সালের ৬ ডিসেম্বর মসজিদ ধংসের ঘটনায় কোনো না কোনোভাবে জড়িত বলে অভিযোগ।

এই বিস্ফেরক তথ্য প্রকাশ্যে আসার পরই ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। স্টিং অপারেশন মিথ্যা বলে উড়িয়ে দিয়ে বিজেপির অভিযোগ, এটা কংগ্রেসের ষড়যন্ত্র। ভোটের আগে এই রিপোর্ট প্রকাশ্যে না আনার দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

অন্যদিকে এই ইস্যুতে কংগ্রেসও বিজেপিকে আক্রমণ করে বলেছে, ভোটের আগে এ ধরনের খবর করিয়ে বিজেপি প্রচারের আলোয় থাকতে চাইছে।

অভিযোগ রয়েছে, ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় সেবক সংঘ এবং সঙ্ঘ পরিবারের সদস্যরাই নাকি নিরাপত্তা বাহিনীর চোখের সামনেই বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছিল। বেশ কয়েকজন প্রভাবশালী ও শীর্ষস্থানীয় বিজেপি নেতা সেদিন ঘটনাস্থলে উপস্থিত থেকেই ক্ষান্ত থাকেননি, প্ররোচনাও দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.