আমাদের কথা খুঁজে নিন

   

ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকসহ পাঁচজন তù

রাজধানীর খিলগাঁও থেকে আটক এক ভুয়া ম্যাজিস্ট্রেট ও চার সাংবাদিককে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার পরিদর্শক শেখ গনি মিয়া আসামিদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন ভুয়া ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, ভুয়া ফটোসাংবাদিক সাইফুল ইসলাম, বুলবুল আহমদ, নজরুল ইসলাম ও মাহমুদুল হাসান। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা নিজেদের ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয় দিয়ে জনগণের কাছ থেকে টাকা আদায় করে থাকে। এরা সংঘবদ্ধভাবে এ ধরনের কাজ করে থাকে। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তাদের খুঁজে বের করতে আসামিদের রিমান্ডে নেওয়া জরুরি। প্রসঙ্গত, গত শনিবার রাতে খিলগাঁওয়ের সি ব্লকের তুরাগ পানির পাম্পের মালিক মমিনুল হকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের চেষ্টাকালে র্যাব তাদের আটক করে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.