আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীরা লাপাত

অপহরণের পর তিন সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার ও তিনজন নিখোঁজ হওয়ায় রংপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে। এ রকম ৫০ সন্ত্রাসীকে ধরতে মাঠে নেমেছে পুলিশের বিশেষ দল। তাদের অবস্থান সন্ধানে গোয়েন্দারা কাজ করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তৎপর রয়েছে র্যাব সদস্যরাও।

পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, এলাকায় অশান্তি সৃষ্টিকারী কোনো সন্ত্রাসীকে বাইরে রাখা হবে না। মোস্ট ওয়ানটেড সন্ত্রাসীদের ধরতে পুলিশের একটি শক্তিশালী বিশেষ টিম গঠন করা হয়েছে। এদের মধ্যে বকরি রিপন, খরগোস তুহিন, পিচ্চি আপেল, ফরহাদ, শাহজাহান ম্যাঙ্, কয়েদি মিলন, মুরগি মিলন, বগা মিলন, কাটা জাহাঙ্গীর, আসলামকে গ্রেফতার করতে পারলেই নগরীতে খুন-খারাবিসহ ও অপরাধ প্রবণতা বন্ধ হবে। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেলে নগরীর অপরাধ জগত নিয়ন্ত্রণ করত ৫৭ জন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। এদের মধ্যে ১০ জন কিলার। তাদের সবার কাছে রয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র। একেক জনের নামে হত্যা, সন্ত্রাসী, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ১০-২০টি করে মামলা রয়েছে। নিরাপদে থাকতে তাদের অনেকেই ডিস ব্যবসা, পরিবহন শ্রমিক সংগঠন আবার কেউ শাসকদল ও বিরোধী দলের সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত। গত ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত অপহৃত ছয় সন্ত্রাসীর মধ্যে আব্রাহাম লিংকন, টোকাই শাকিল, নজমুল হক নজুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। খোঁজ মিলছে না তালিকাভুক্ত সন্ত্রাসী হত্যাসহ একাধিক মামলার আসামি নগরীর ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য জাহিদ মাসুম, ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জিলানী ফুয়াদ ও একই ওয়ার্ড যুবদলের সদস্য মার্ডার রিপনের। পুলিশ জানিয়েছে, পিচ্চি আপেল আওয়ামী লীগ নেতা জাহিদ পারভেজ যাদু, ফুয়াদ ও ফরহাদ জেলা যুবদলের দফতর সম্পাদক মোশাররফ হোসেন পদ্ম, শাহজাহান ম্যাঙ্ জেলা ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক শাহীন আলম, বকরি রিপন ও জয়নাল মির্জা ডিস ব্যবসায়ী রতন এবং শরিফুল আলম বুলেট হত্যা মামলার প্রধান আসামি। গত ২২ জানুয়ারি পুলিশ পায়ে গুলি করে শীর্ষ সন্ত্রাসী বকরি রিপনের সেকেন্ড ইন কমান্ড ২০ মামলার আসামি জয়নাল মির্জাকে গ্রেফতার করলেও অন্যরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, তিন সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার ও তিনজন নিখোঁজ হওয়ার পর অন্যরা গা ঢাকা দেওয়ায় তাদের ধরতে বিলম্ব হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.