আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজö

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ৫০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট কুমিল্লার দাউদকান্দি থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত ছড়িয়ে পড়ে। বুধবার রাত ১টার দিকে এই যানজট শুরু হয়। কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা বাসের যাত্রী কামাল হোসেন (৩০) জানান, সকাল ৮টায় রওনা দিয়ে কুমিল্লা সেনানিবাস এলাকায় এসে এক ঘণ্টা যানজটে আটকা থাকতে হয়। এর পর বাস থেকে নেমে কয়েক কিলোমিটার হেঁটে সিএনজি অটোরিকশায় ওঠেন। দাউদকান্দি আসতে তার তিন ঘণ্টা সময় লাগে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘনকুয়াশা এবং এলোপাতাড়ি গাড়ি চালানোর কারণে বুধবার রাত ১টার দিকে যানজট শুরু হয়। হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে বাস চালকদের একটি সূত্র জানায়, একদল ডাকাত দাউদকান্দির জিংলাতলী ও রায়পুরের মাঝামাঝি স্থানে মহাসড়কে গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টা করলে যানজটের সৃষ্টি হয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.