আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সুন্দর কয়েকটি রাস্তা (সংগৃহীত)

বিজি.
দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য রাস্তার প্রয়োজন আমাদের হয়-ই। যাতায়াতের জন্যও বিভিন্ন জায়গার বিভিন্ন রাস্তা ব্যবহার করি আমরা। এর কিছু দেখলেই মন ভালো হয়ে যায়। আজকে জেনে নেব বিশ্বের নানা প্রান্তের তেমনই ১০টি সুন্দর রাস্তার কথা।
কল ডি টুরিনি, ফ্রান্স

ফ্রান্সের দক্ষিণ অংশে আল্পসের একটি মাউন্টেইন পাসে অবস্থিত এই রাস্তা।

ওয়ার্ল্ড র‍্যালি চ্যাম্পিয়নশিপের মন্টে কার্লো র‍্যালির ২০ মেইল র‍্যালি স্টেইজের একটি অংশ এই রাস্তা। ড্রাইভারদের জন্যও এটি অত্যন্ত চ্যালেঞ্জিং, একই সঙ্গে এর চারপাশের দৃশ্যও খুব সুন্দর।


স্টেলভিও পাস, ইতালি
পূর্ব আল্পস থেকে ভাল্টেরিনার সঙ্গে মেরানো ও আডিজ ভ্যালির সংযোগ তৈরি করেছে স্টেলভিও পাস। আল্পসের তৃতীয় বৃহৎ পেইভ করা মাউন্টেইন রোড এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ২ হাজার সাতশ ৫৭ মিটার।

হেয়ারপিন স্টিপ, অর্থাৎ চুলের কাঁটার মতো তীক্ষ্ণ বাঁকের জন্য বিখ্যাত স্টেলভিও পাস। এছাড়া এর চারপাশের দৃশ্যও হৃদয়কাড়া।


জেবেল হাফিট মাউন্টেইন রোড, সংযুক্ত আরব আমিরাত
৬.৩ মেইল লম্বা এই রাস্তাটির চারপাশের দৃশ্য মনোমুগ্ধকর। পাহাড়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে এই রাস্তা। নিচে র‍য়েছে মরুভূমি।

রাস্তাটি থেকে মরুভূমি দেখতে ভীষণ সুন্দর লাগে। জেবেল হাফিট মাউন্টেইন রোড রাতের বেলায় অসম্ভব সুন্দর দেখায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.