আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিপুরায় গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশির লাশ ফেরত

ত্রিপুরার খোয়াই শহরের গৌরনগরে গণপিটুনিতে নিহত ৩ বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের কেদারাকোট এলাকার ১৯৬৬নং পিলারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপটার হাওর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সিদ্দিক আলী (৫৫), একই ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের খুরশেদ আলীর ছেলে আনোয়ার মিয়া (২৫) এবং ওসমানপুর গ্রামের মফিজ উল্লার ছেলে ওমর আলী (৩০)।

বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বিজিবি-১৪ ব্যাটালিয়ান ও  শ্রীমঙ্গলের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল সাইফুদ্দিন কাউসার এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরার তেলিয়ামুড়া বিএসএফ-১০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ধীরেন্দ্র বাজপেয়ী।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর মজুমদারের বাড়িতে অনুপ্রবেশের দায়ে স্থানীয় লোকজন ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করে। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.