আমাদের কথা খুঁজে নিন

   

লঙ্কান সিংহদের অভিনন্দন

টি-টুয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা শ্রীলঙ্কার সিংহরা। ঢাকায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে গত রবিবার তারা দাপটের সঙ্গে হারিয়েছে ভারতকে। শ্রীলঙ্কা দলের দুই কিংবদন্তি ক্রিকেটার জয়াবর্ধনে ও সাঙ্গাকারা বিশ্বকাপের পর বিদায় নেবেন তেমনটিই কথা ছিল। লঙ্কার এই দুই কৃতী ক্রিকেটার অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিলেও ৫০ ওভার ও টি-টুয়েন্টি বিশ্বকাপের বিগত চারটি ফাইনালে তাদের হতাশা নিয়ে ফিরতে হয়েছে। তাদের সতীর্থরা দুই শ্রদ্ধাভাজন ক্রিকেটারের শেষ বিদায়কে মহিমান্বিত করতে ফাইনালে যেন নিজেদের উজাড় করে দিয়েছিলেন। পুরো বিশ্বকাপে ভারত ছিল সবচেয়ে দাপটওয়ালা দল। সেই দলকে তারা হেসেখেলে হারিয়েছে ৫ উইকেটে। দুই ওভার আগেই ছিনিয়ে নিয়েছে জয়। এই জয়ের মাধ্যমে তারা শুধু জয়াবর্ধন ও সাঙ্গাকারার ক্রিকেট থেকে অবসর নেওয়া ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেননি, শ্রীলঙ্কার ক্রিকেটকে নিয়ে গেছেন আরও উচ্চতায়। রবিবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওয়ানডের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এ দলটির শিরস্ত্রাণে আরও একটি সোনালি পালক সংযোজিত হলো। সাম্প্রতিক সময়ে টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কাই ছিল সেরা দল। কিন্তু বিশ্বকাপে র্যাংকিংয়ে কার কি অবস্থান সেটিই বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় না। খেলে কারা নিজেদের সাফল্য দেখাতে পারবে সেটিই মুখ্য। সেদিক থেকে তুঙ্গে ছিল ভারত। ফাইনাল পর্যন্ত সব খেলায় তারা সংশয়াতীতভাবে ভালো খেলে জিতেছে। কোনো কোনো খেলায় প্রতিপক্ষের সঙ্গে খুব একটা প্রতিদ্বন্দ্বিতাও হয়নি। গ্রুপ পর্যায়ের খেলায় শ্রীলঙ্কা একটি খেলায় হারলেও অন্য সবকটিতে তারা ভালো খেলেই জিতেছে। সব ভালো যার শেষ ভালো তার- কথাটার যথার্থতা প্রমাণ করে ফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। টি-টুয়েন্টির নতুন বিশ্বসেরা দল শ্রীলঙ্কার সিংহদের আমাদের অভিনন্দন। এ বিশ্বকাপের আয়োজক হিসেবে দুনিয়ার পৌনে দুইশ কোটি মানুষের কাছে পেঁৗছে গেছে বাংলাদেশের নাম। বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতা জাতিকে হতাশ করলেও বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের সক্ষমতা সব মহলের প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ যে ক্রমেই এগিয়ে যাচ্ছে সে সত্যটি জানার সুযোগ পেয়েছে বিশ্ববাসী। এ অর্জনও ১৬ কোটি মানুষের জন্য কম কিছু নয়। আমরা আশা করব, বিশ্বকাপ থেকে টাইগাররা যে শিক্ষা পেয়েছে তা নিজেদের উৎকর্ষতার স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করবে। ১৬ কোটি মানুষের প্রত্যাশা পূরণে তারা যত্নবান হলে সাফল্য ধরা দিতে বাধ্য হবেই।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.