আমাদের কথা খুঁজে নিন

   

রেলের সেই জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু

মামলা, কেলেঙ্কারি ও নানা কারণে নিয়োগ পরীক্ষা দীর্ঘদিন স্থগিত থাকায় রেলে জনবল সংকট পূরণ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। আট ক্যাটাগরিতে লোক নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। রেল চলাচলে অতি প্রয়োজনীয় খালাসি ও ওয়েম্যান পদে দ্রুত জনবল নিয়োগ করা না হলে রেল বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে এক হাজার ৪৪১টি খালাসি পদে চূড়ান্ত নিয়োগের জন্য ৩৮ হাজার আবেদনকারীর মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। ৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরীক্ষা আগামী তিন-চার মাস চলবে। পাশাপাশি অন্য ক্যাটাগরির মৌখিক ও লিখিত পরীক্ষাও হচ্ছে। তবে এতে বিভিন্ন নিয়োগের সময় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া গেলে রেল কর্তৃপক্ষ কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেবে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন। তিনি বলেন, রেল সেবামূলক প্রতিষ্ঠান। এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব সবার। এতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিকভাবেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আশা করছি। রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, রেলে বর্তমানে লোকবল সংকটের কারণে অনেক কিছু বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে দ্রুত জনবল নিয়োগ প্রয়োজন। বিশেষ করে ট্রেন পরিচালনার জন্য খালাসি ও ওয়েম্যান নিয়োগ জরুরি। তাই রেলের প্রতিটি বিভাগে লোকবল নিয়োগ দ্রুত শেষ না হলে ট্রেন নামের শব্দটি হারিয়ে যাবে। রেল সূত্রে জানা যায়, ১৪৩টি অ্যাটেনডেন্ট পদের জন্য ১১ হাজার ৬৪৪ জন আবেদন করেছেন। এদিকে খালাসি ও অ্যাটেনডেন্ট পদে বৈধ আবেদনকারীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। এ জন্য নতুন দুটি কমিটিও গঠন করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.