আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় জঙ্গি সংগঠনের সুইসাইড স্কোয়াডের তù

বগুড়ায় র্যাব ও পুলিশ যৌথ অভিযানে অস্ত্রসহ জঙ্গি সংগঠনের সুইসাইড স্কোয়াডের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল বিকাল ৫টায় বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণ পাড়ার জবানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জনৈক দুলালের ছাত্রাবাস থেকে ওই ৩ জঙ্গিকে গ্রেফতার করার পাশাপাশি একটি এলএমজি, এসএমজি, একটি বিদেশি পিস্তল, বেশ কিছু গুলি, নোটবই, দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে। র্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের একটি অভিযান দল বৃহস্পতিবার বিকালে শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ার জনৈক দুলালের টিনশেড মাটির বাড়িতে অভিযান চালায়। র্যাব-পুলিশের উপস্থিতি বুঝে ওই বাড়ির জানালা ভেঙে বেশ কয়েক জন পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার মুখে ওই বাড়ি থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১টি এলএমজি, ১টি এসএমজি, ১টি বিদেশি পিস্তল, এলএমজি ও এসএমজির শত রাউন্ড গুলি, ৭ রাউন্ড পিস্তলের গুলি, ১টি চাইনিজ কুড়াল, বেশ কয়েকটি ধারালো অস্ত্র, বিপুল পরিমাণ জিহাদি বই ও নোট বুক।

র্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মিরান হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের পরিচয়সহ কোনো তথ্য প্রদান করেনি। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বয়স ৫০ এবং অন্য ২ জন ২৫-২৬ এর মধ্যে। তবে ওই বাড়িতে তারা ২১ জন ছিল। ওই বাড়িতে তারা বেশ কয়েকদিন ধরে অবস্থান করছিল। তাদের কাছ থেকে পাওয়া নোট বুকে লেখা অনুযায়ী তারা কোনো জঙ্গি সংগঠনের সুইসাইড স্কোয়াডের সদস্য বলে র্যাবের ধারণা। বর্তমানে, গ্রেফতারকৃতদেরকে র্যাব-১২ বগুড়া ক্যাম্পে রাখা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.