আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ- ৩৭০ এর ধ্বংসাবশেষ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার

তো খোঁজাখুঁজি করিয়া বিশ্বব্যাপী সব পেপারে হেডিং এর পর হেডিং দিয়া টিভিতে লাইভ কাভারেজের বন্যাতে ভাসাইয়া অবশেষে নাসার স্যাটেলাইট মদন ২ নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ- ৩৭০ সনাক্ত করিতে সমর্থ হইয়াছেন।

কিছুক্ষণ আগে নাসার প্রধান বৈজ্ঞানিক ডঃ আরনল্ড বুশ ক্লুনি প্রেস ব্রিফিং করিয়া বলিছেন মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ- ৩৭০ ধ্বংসাবশেষ বাংলাদেশের রাজধানী ঢাকার প্রধান নদী বুড়িগঙ্গার তলদেশে অবস্থান করছে। নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইনসের ব্ল্যাক বক্স থেকে তাদের স্যাটেলাইট মদন ২ তে একটি সংকেত আসিয়াছে। অতি শিগ্রই তারা উদ্ধারের জন্য তাদের স্পেশাল টিম বলদ ০০৭ পাঠাইতেছেন।

সাংবাদিকদের আরো প্রশ্নের জবাবে ডঃ আরনল্ড বুশ ক্লুনি বলেন প্লেন দুর্ঘটনার অনেক রহস্য তারা বের করিতে সমর্থ হয়েছেন।

তাদের ধারনা প্লেন চলাকালীন বৈমানিক দ্বয় কিঞ্চিৎ ফিলিংসে ছিলেন আবার সেসময় আবহাওয়াও ছিল খারাপ তাই তার পথ ভুল করিয়া বাংলাদেশের উপর আসিয়া পড়েন।

নাসার প্রধান বিজ্ঞানী আরো বলেন, যখন তারা বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে উড়ছিলেন তখন এর কালো পানি দেখিয়া বৈমানিকদ্বয় অবাক হইয়া যান। তারা জীবনে এতো ফ্লাই করেছেন নদীর কাঁদা পানি দেখেছেন সমুদ্রের নীল পানি দেখেছেন কিন্তু কালো পানি কোথাও দেখেননি। তাই তার আগ্রহ বশত কালো পানি দেখার জন্য প্লেনকে অনেক নিচ দিয়ে উড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু বুড়িগঙ্গা নদীর পানির গন্ধে উভয় বৈমানিক সংজ্ঞাহীন হইয়া পড়ে্ন এবং প্লেন দুর্ঘটনার শিকার হয়।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।