আমাদের কথা খুঁজে নিন

   

গণআন্দোলন শুরু হবে: ফখরুল

হরতাল-অবরোধে নাশকতা ও হত্যার অভিযোগে তিন মামলায় প্রায় তিন সপ্তাহ কারাবাসের পর মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন ফখরুল।
এরপর সাংবাদিকদের তিনি বলেন, দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করেই সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
মির্জা ফখরুল বলেন,  “অবৈধ, দখলদার, জুলুমবাজ সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন অবশ্যই শুরু করা হবে।
“আমি মাত্র বেরিয়েছি। দলের চেয়ারপারসন- নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ করে তা শুরু হবে।


ফাইল ছবি


ফাইল ছবি
মুক্তির পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দল ও বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতা-কর্মী। নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন ফখরুল।
এরপর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে গাড়িতে করে উত্তরার বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি।
কাশিমপুর কারাগার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানায়।
গত বছরের শেষদিকে হরতাল-অবরোধে নাশকতার তিনটি মামলায় জামিন বাতিল হওয়ার পর গত ১৬ মার্চ মির্জা ফখরুলকে কারাগারে পাঠায় বিচারিক আদালত।

বর্তমান সরকারের আমলে এ নিয়ে তৃতীয় দফা কারাভোগ করলেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।