আমাদের কথা খুঁজে নিন

   

ক্র্যাক প্লাটুন... আমাদের মুক্তিযুদ্ধের "দ্যা এ-টীম"... স্যালুট টু দ্যা লিজেন্ড!!!

ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল[১], যারা তৎকালীন সময় একটি কিংবদন্তীতে পরিণত হয়েছিলেন। এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে "হিট এন্ড রান" পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানী সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করেন। [২][৩][৪] ==বাহিনীর গেরিলাদের পরিচয়== এই গেরিলা দলটিতে যারা যছিলেন তাঁরা হলেন: * আবুল বারক আলভী * শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল, বীর বিক্রম * আযম খান * আলী আহমেদ জিয়াউদ্দিন, বীর প্রতীক * ইশতিয়াক আজিজ উলফাত * কাজী কামালউদ্দিন, বীর বিক্রম * কামরুল হক স্বপন, বীর বিক্রম * গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক * চুলু * জহির উদ্দিন জালাল * জহিরুল ইসলাম * নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু * নীলু * পুলু * ফতেহ চৌধুরী * শহীদ বদিউজ্জামান * বদিউল আলম বদি, বীর বিক্রম * মতিন - ১ * মতিন - ২ * শহীদ মাগফার আহমেদ চৌধুরী আজাদ * মাহবুব * মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম * মাযহার * রাইসুল ইসলাম আসাদ * লিনু বিল্লাহ * শহীদ শফি ইমাম রুমী * শহীদুলাহ খান বাদল * শাহাদত চৌধুরী * সামাদ * হাবিবুল আলম, বীর প্রতীক * হিউবার্ট রোজারিও * হ্যারিস ==নামকরণ== খালেদ মোশাররফের নির্দেশনা ছিলো হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিদেশী সাংবাদিক ও অতিথিরা থাকাকালীন ঢাকা শহরের পরিস্থিতি যে শান্ত নয় এবং এখানে যুদ্ধ চলছে তা বোঝানোর জন্য শহরের আশে-পাশে কিছু গ্রেনেড ও গুলি ছুড়তে হবে; কিন্তু দু:সাহসী এই তরুণেরা ঢাকায় এসে ৯ জুন তারিখে[৫] সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্রেনেড হামলা করেন বেশ কয়েকজনকে হত্যা করে যা ছিলো অত্যন্ত ঝুকিপূর্ণ ও অচিন্তনীয় কাজ। সন্ধ্যায় বিবিসির খবর থেকে খালেদ মোশাররফ এই অপারেশনের কথা জানতে পেরে বলেন, 'দিজ অল আর ক্র্যাক পিপল! বললাম, ঢাকার বাইরে বিস্ফোরণ ঘটাতে আর ওরা হোটেল ইন্টারকন্টিনেন্টালেই বিস্ফোরণ ঘটিয়ে এসেছে। ' তিনিই প্রথম এই দলটিকে "ক্র্যাক" আখ্যা দেন; যা থেকে পরবর্তীতে এই প্লাটুনটি "ক্র্যাক প্লাটুন" নামে পরিচিত হয়।

[৬] ==প্লাটুন গঠনের ইতিহাস== এই দলটি গঠনে প্রধান ভূমিকা পালন করেছিলেন খালেদ মোশাররফ, বীর উত্তম[৭] এবং এটিএম হায়দার, বীর উত্তম। [৮]এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ২ নং সেক্টরের অধীন একটি স্বতন্ত্র গেরিলা দল যারা মূলত গণবাহিনীর অংশ বলে পরিচিত। [৯] এই বাহিনীর সদস্যরা ভারতের মেলাঘর প্রশিক্ষণ ক্যাম্পে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। [১০] এই প্রশিক্ষনে গ্রেনেড ছোড়া, আত্ম-গোপন করা প্রভৃতি শেখানো হতো। ==অপারেশন== পাঁচ হতে ছয় জনের এক একটি গ্রুপ তৈরী করে এই গেরিলা দলটি অপারেশনে অংশ নিতো।

[১১] ঢাকা শহরে তাঁরা মোট ৮২টি অপারেশন পরিচালনা করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:[১২][১৩][১৪][১৫][১৬] * অপারেশন হোটেল ইন্টার কন্টিনেন্টাল * অপারেশন গ্যানিজ পেট্রল পাম্প * অপারেশন দাউদ পেট্রল পাম্প * অপারেশন এলিফ্যান্ট রোড পাওয়ার স্টেশন * অপারেশন যাত্রাবাড়ী পাওয়ার স্টেশন * অপারেশন আশুগঞ্জ পাওয়ার স্টেশন * অপারেশন সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন * অপারেশন উলন পাওয়ার স্টেশন * অপারেশন ফার্মগেট চেক পয়েন্ট * অপারেশন তোপখানা রোড ইউএস ইনফরমেশন সেন্টার * অ্যাটাক অন দ্য মুভ ==তথ্যসূত্র== * [১] শ্র দ্ধা ঞ্জ লি: মুক্তিযোদ্ধা সম্পাদক শাহাদত চৌধুরী। সাপ্তাহিক; প্রকাশকাল: ২০ ডিসেম্বর, ২০১২। * [২], [৯] তোমাদের এ ঋণ শোধ হবে না। দৈনিক প্রথম আলো; প্রকাশ: ৩১-০৫-২০১১।

* [৩] গর্ভধারিণী : মুক্তিযোদ্ধার সাহসী মায়ের প্রতি শ্রদ্ধা। যায়যায়দিন ঈদ সংখ্যা-২০০৬। * [৪], [১৬] তোমাদের এ ঋণ শোধ হবে না। দৈনিক প্রথম আলো; প্রকাশ: ০৪-১২-২০১২। * [৫] মোফাজ্জল হোসেন চৌধুরী, বীর বিক্রম. সাহসী এক মুক্তিযোদ্ধা।

অনলাইন চাঁদপুর নিউজ। * [৬] আক্রমণ যদি করতে হয় তবে ইন্টারকন্টিনেন্টালেই : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম। দৈনিক সমকাল; প্রকাশের তারিখ: ৯ ডিসেম্বর ২০১২। * [৭] বীর মুক্তিযোদ্ধা, তোমাদের এ ঋণ শোধ হবে নাঃ খালেদ মোশাররফ, বীর উত্তম অতুলনীয় এক অধিনায়ক। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, অস্ট্রেলিয়া; প্রকাশ কাল: Nov 24, 2012।

* [৮] কর্নেল হায়দারের কাহিনী: নাজমুল আহসান শেখ। দৈনিক জনকন্ঠ; প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১০। * [১০] তোমাদের এ ঋণ শোধ হবে না। দৈনিক প্রথম আলো; প্রকাশ: ২২-১২-২০১২। * [১১] বিচার দেখে যেতে চান মুক্তিযোদ্ধা জালাল।

ধানের শীষ নিউজটুয়েন্টিফোর.কম; প্রকাশ: ১৪-১২-২০১২। * [১২] Remembering our victory, our freedom fighters। The Daily Star; December 13, 2006। * [১৩] স্বাধীন বাংলাদেশে ক্রিকেট খেলতে চেয়েছিলেন শহীদ জুয়েল। দৈনিক ইত্তেফাক; প্রকাশকাল: ১৬ ডিসেম্বর ২০১১।

* [১৪] বঙ্গোপসাগর অভিমুখে সপ্তম নৌবহর। দৈনিক নয়া দিগন্ত; প্রকাশকাল: ১১ ডিসেম্বর, ২০১২। * [১৫] তোমাদের এ ঋণ শোধ হবে না। দৈনিক প্রথম আলো; প্রকাশ: ১৮-১১-২০১২। ... উইকী-তে আমার সংযোজিত নিবন্ধ থেকে... আসুন উইকী সমৃদ্ধ করে অন্তর্জালে এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করি... . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.