আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্রে রবিঠাকুরের 'ডাকঘর'

রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক 'ডাকঘর' অবলম্বনে এবার চলচ্চিত্র তৈরি করছেন লুসি তৃপ্তি গোমেজ। ছবিটির নামও 'ডাকঘর'। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরির জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে অনুদান পেয়েছেন লুসি। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে রবীন্দ্র-সাহিত্য থেকে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। লুসি ছাড়া স্বল্পদৈর্ঘ্যয চলচ্চিত্র নির্মাণের জন্য আরও অনুদান পেয়েছেন মুস্তাফা মনোয়ার ও টোকন ঠাকুর।

'ডাকঘর' প্রসঙ্গে লুসি বলেন, 'আমরা অনুদানের টাকা পেয়েছি গত ফ্রেবুয়ারি মাসে। চুক্তি অনুযায়ী টাকা পাওয়ার চার মাসের মধ্যে ছবি নির্মাণ করতে হবে। ছবিটি সেপ্টেম্বরে করতে পারলে ভালো হতো। তাহলে রবীন্দ্রনাথের লেখার সঙ্গে আমার ছবিতে প্রকৃতির একটা মিল রাখতে পারতাম। তা না হলে এ মাসেই কাজ শুরু করব।

'

 

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।