আমাদের কথা খুঁজে নিন

   

সেমিফাইনালে চেলসি-রিয়াল

মার্কো রিউসের জোড়া গোলে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ড ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। প্রথম লেগে অবশ্য ৩-০ তে জয় পেয়েছিল ৯ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফলে ২ লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে শেষ চারে তারা।

অন্যদিকে আন্দ্রে সুরলে ও ডেম্বা বা'র গোলে ২-০ ব্যবধানে হারায় প্যারিস সেঁ জার্মেইকে (পিএসজি)। প্রথম লেগে পিএসজি ৩-১ গোলে জয় পেয়েছিল।

ফলে দুই মিলিয়ে ৩-৩ সমতায় চলে আসে ফলাফল। কিন্তু চেলসি পিএসজির মাঠে (অ্যাওয়ে গোল) ১টি গোল করেছিল। অ্যাওয়ে গোলে ভর করে সেমিফাইনালে হোসে মরিনহোর চেলসি। বদলি খেলোয়াড় ডেম্বা বা দ্বিতীয় গোলটি করেছিলেন আর এই গোলটি চেলসিকে শেষ চারে নিয়ে গেছে। ১১ বছরের মধ্যে সপ্তমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিল চেলসি।

হাঁটুতে ইনজুরি থাকায় ঝুঁকি নেননি রিয়াল মাদ্রিদের সুপারস্টার ও ফিফা ব্যালন ডি‘অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো। সেমিতে উঠলেও রিয়াল মাদ্রিদ রোনালদোকে ছাড়া এ যাত্রায় ম্যাচ জিততে পারেনি। বেশ কয়েকটি গোলের দারুণ সুযোগ থাকার পরও তারা সফল হয়নি। আর রবার্ট লেভানডফস্কিও গোলের সুযোগ পেয়েছিলেন কিন্তু ভাগ্যদেবী সহায় ছিলেন না। এই লেভানডফস্কির ৪ গোলে গত মৌসুমে উড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ।

ডর্টমুন্ড এই রাতের ম্যাচে ভালো খেলেছিল। কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না। অনেকগুলো গোলের সুযোগ তারা কাজে লাগাতে পারেনি।

রিয়াল মাদ্রিদ অবশ্য পেনাল্টি পেয়েছিল ১৭ মিনিটে। কিন্তু অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করতে পারেননি।

তবে খেলা শেষে সেমিফাইনালে যাওয়ার আনন্দে মাঠ ছেড়েছে তারা।

জার্মানির জাতীয় দলে খেলা রিউসের ২টি গোলই এসেছে প্রথমার্ধের ৩৭ মিনিটের মধ্যে। রিয়াল একটি গোলও শোধ দিতে পারেনি। ইউরোপের এই আসরে দশম শিরোপা অর্জনের পথেই হাঁটছে স্পেনের দলটি। বরুশিয়া ডর্টমুন্ড গত মৌসুমে ফাইনালে খেলেছে।

সেমিফাইনালে তারা রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছিল। কিন্তু বায়ার্ন মিউনিখ শিরোপা জয় করেছিল।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ৩ গোল শোধ করে (নক আউট রাউন্ড) পরের পর্বে যাওয়ার এমন ঘটনা ঘটেছে ২০০৪ সালে। কোয়ার্টার ফাইনালে এসি মিলান প্রথম লেগে ৪-১ গোলে হারায় ডিপোর্টিভো লা করুনাকে। কিন্তু ডিপোর্টিভো পরের লেগ ৪-০ গোলে জিতে নেয়।

২ লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে সেমিতে উঠেছিল ডিপোর্টিভো।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.