আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার পথে(পর্ব ৪২) -- চট্টগ্রামের তিন জন আউলিয়ার মাজার ও লাল দিঘি

>> বিনীত অনুরোধ মাজার নিয়ে অনেকের অনেক মত থাকলেও এটি কেবল একটি ভ্রমন পোস্ট, ক্যাচাল কমেন্ট থেকে বিরত থাকুন।
বাংলার পথে(পর্ব ৪০) -- চট্টগ্রাম ভ্রমণ ( ইতিহাস এবং থাকা খাওয়া ও দর্শনীয় স্থানের তথ্য)

১২ জন আউলিয়ার চট্টগ্রাম বিভাগ, বিরাট এই বিভাগে একেক জায়গায় রয়েছে এই ১২ জন তবে শহরে কাছাকাছি এবং বেশ পরিচিত ৩ জন আওউলিয়া হলেন হযরত খাজা গরীবুল্লাহ শাহ (রঃ), শাহ আমানত(রঃ), হযরত বায়েজিদ বোস্তামি ।
হযরত খাজা গরীবুল্লাহ শাহ (রঃ) এর মাজার
শহরের লাল খান বাজারে অবস্থিত। এটাই হল সকল বাসের স্টপেজ মাজার গেট।


লাল দিঘির পার
এখানেই বিখ্যাত লাল দিঘির ময়দান রয়েছে যা জব্বারের বলি খেলা ও রাজনৈতিক মহাসমাবেশের জন্য বেশ পরিচিত।








শাহ আমানত(রঃ) এর মাজার
শাহ আমানত(রঃ) এর সমাধি শহরের লালদিঘির পূর্ব দিকে অবস্থিত। তিমি একজন বিখ্যাত দরবেশ ছিলেন। সামগ্রিক ভাবে ধারনা করা হয়, তাঁর আবির্ভাব ১৮শ শতাব্দির শেষ দিকে। জনশ্রুতি মতে তিনি বিহার শরীফ থেকে চট্টগ্রামে আসেন।






হযরত বায়েজিদ বোস্তামির মাজার
পার্সিয়ান সুফি বায়েজিদ বোস্তামীর মাজার চট্টগ্রাম এর নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত।

যাতায়াত দেখতে পর্ব ৪০ দেখুন বাসের রুট দেয়া আছে।


মাজারে প্রবেশের গেট

অন্যান্য মাজের মতই আগরবাতি মোম তোবারকের অনেক দোকান থাকলেও এখানে ভিন্নতা হলো কলা ও পরোটা বিক্রি করে। কারন এখানে কাছিম আছে । এ কথা একদমই মনে ছিল না , ১০ টাকা দিয়ে একটা প্যাকেট না কিনে কোন ভাবেই ভিতরে যাওয়ার উপায় ছিল না , কলা আর সাথে দেয়া অর্ধেক পরোটা খেলাম , সাথে দেখি একটা বাঁশের ছোট কঞ্ছিও আছে, এর কারন ভাবতে ভাবতে ভিতরে গিয়ে দেখি সবাই কাছিমকে খাওয়াচ্ছে ব্যাপক একটা লজ্জা পেলাম
বোস্তামীর কাছিম
বোস্তামীর কাছিম একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্নপ্রায় প্রজাতি। বর্তমানে বায়েজিদ বোস্তামীর মাজার প্রাঙ্গন ব্যতীত বিশ্বের আর কোথাও এদের দেখা মিলে না।


জনশ্রূতি অনুযায়ী মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর দুষ্ট জ্বীন এবং পাপীষ্ঠ আত্মার পদচারণা ছিলো। বায়েজিদ বোস্তামী তার এই অঞ্চলে ভ্রমনকালে এইসব দুষ্ট আত্মাকে শাস্তিস্বরূপ কাছিমে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেন।









অনেকে মানত করে সুতো বাধেন


চট্টগ্রাম শহরের আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে আসছে পরের পর্ব গুলোতে।

>> বানান ভুল ক্ষমা করবেন ।
পরিবেশ পরিচ্ছন্ন রাখুন , , রেখে আসবেন পদচিহ্ন আর নিয়ে আসবেন শুধুই ফটোগ্রাফ।



=============================================
সাজিদ ঢাকা'র ভ্রমণ পোস্ট সংকলন
=============================================





সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.