আমাদের কথা খুঁজে নিন

   

গেমিং গ্যালারি [পর্ব -১১] :: ক্যাসেলভানিয়া লর্ডস অফ শ্যাডো ২

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা ??? আশা করি ভালই আছেন । আমি ভালো আছি... 
অনেকদিন পর গেমস নিয়ে লিখতে বসলাম । এর একমাত্র কারন আমার পরিক্ষা অ কোন ভালো গেম মাথায় না আসা । তাই আজকে মোটামোটি একটি গেম নিয়ে এসেছি আপনাদের জন্য 
ক্যাসেলভানিয়া লর্ডস অফ শ্যাডো ২
অ্যাাকশান , অ্যাাডভেঞ্চার
কোনামি
মারকিউরি স্টিম
মারকিউরি ইঞ্জিন ২
গ্যাব্রিয়েল বেল্মন্ট
আলুকার্ড ওরফ ট্রেভর বেল্মন্ট
যোবেক
সয়তান !!!!!
ভিক্টর
উইন্ডোজ ৭/৮/৮.১ ৩২ বিট
ইন্টেল কোর ২ ডুয়ো ২.৪ গিগাহার্টজ
২ জিবি
এএমডি এইছডি ৫০০০ সিরিজ
উইন্ডোজ ৭/৮/৮.১  ৬৪ বিট
 ইন্টেল কোর আই ৩ ৩ গিগাহার্টজ
 ৪ জিবি
এএমডি ৭০০০ সিরিজ
চ্যাসেল্ভানিয়া লর্ডস অফ শ্যাডো ২ গেমটি একটি ফিকশানাল স্টোরি এর উপর নির্ভর গেম ।

গেমটি তে ইতিহাস ও নতুন পৃথিবী দুটি আছে । এই গেম টি অনেকটা ডেভিল মে ক্রাই এর মতো খেলতে । জয়স্টিক থাকলে খেলতে মজা পাবেন। কীবোর্ড দিয়েও খেলতে মন্দ নয় ।
গেমটির কাহিনি সত্যি অনেক জটিল তাই আমি আপনাদের কাহিনি টি বলছি ।


অনেক বছর আগে একটি বীর যোদ্ধা ছিলো যার নাম ছিল গ্যাব্রিয়েল । সে সয়তান কে মেরে ফেলার চেষ্টা করেছিল কারন সয়তান সব খারাপ কাজের মুল । কিন্তু সয়তান কে মেরে ফেলার পর দেখা গেলো গ্যাব্রিয়েল সয়তান এর জাগায় বসে গেলো এবং তার নাম পরিবর্তন করে রাখলো ড্রাকুলা । সে শুধু মানুষ এর রক্ত খেতো যা তাকে করে তুলতো অমর । এই অবস্থায় তার বউ জানতে পারে যে সে মা হতে চলেছে ।

কিন্তু দেশবাসীর অনুরোধ এ সে তা তার স্বামী কে জানায় না । যখন তার পুত্র জন্ম নেয় , তার নাম রাখা হয় ট্রেভর । সে আস্তে আস্তে বড় হতে থাকে এবং এক বীর যোদ্ধা হয়ে উঠে । এক সময় তাকে বলা হয় যে ড্রাকুলা তার বাবা ।
ও !!!!!! একটি জিনিস বলতে ভুলে গিয়েছিলাম !!!!! ড্রাকুলা কে শুধু তার রক্তের কেউ ই মারতে পারবে ।

তাই গ্রামবাসী ভাবলো সেই ব্যাক্তি তার ছেলে হবে । কিন্তু যখন ট্রেভর তার পিতা কে বধ করতে গেলো , সে এক সেকেন্ড ও তার পিতার সামনে টিকতে পারলো না এবং মৃত্যু বরণ করলো । যখন ড্রাকুলা জানতে পারলো যে ট্রেভর তার ছেলে তখন সে আত্মহারা হয়ে গেলো । সে ছেলে কে জড়িয়ে ধরে কান্না শুরু করলো । সে নিজের রক্ত ছেলে কে দিলো কিন্তু কোনো লাভ হলো না ।

সেই দিন থেকে ড্রাকুলা সব দেসবাসীর উপর নির্মম অত্যাচার শুরু করল । কিন্তু অনেক বছর পর ট্রেভর তার জীবন ফিরে পেলো । সে তার নাম বদলিয়ে নিলো আলুকার্ড । সে তার বাবার বিরুদ্ধে যুদ্ধে সংযুক্ত হলো । সেখান এ সে আরেক বীরযোদ্ধা ভিক্টর এর সাথে পরিচয় হলো
এর পরে??? নিজেই খেলে দেখে নিন ।


গেমটির গ্রাফিক্স ভালই । কিন্তু গেমপ্লে ফাটাফাটি যদি জয়স্টিক থাকে। ক্যারাক্টার গুলো কে খুব সুন্দর ভাবে বানানো হয়েছে




Castlevania Lords of Shadow 2-SG.torrent
——————————-
http://ncrypt.in/folder-dT1WNZhL
——————————-
 
http://ncrypt.in/folder-grBpGwNq
BILLIONUPLOADS
http://ncrypt.in/folder-2aV6wtZ1
SHARE-ONLINE
http://ncrypt.in/folder-X58o5ETy
RYUSHARE
http://ncrypt.in/folder-rFAOGpRv
HUGEFILES
http://ncrypt.in/folder-05rXGudz
UPTOBOX
http://ncrypt.in/folder-K0Azl64L
ভাই রে!!!!!! অনেক বিপদ এ আসি ... দোয়া কইরেন । আপনাদের দোয়া এর ফলে হয়ত সমস্যার সমাধান হইতে পারে  । এবং আমাদের টেক্টিউন্স এর গেমার টিউনার দের একটি গ্রুপ ও পেজ আছে ।

গেম এর বিষয় এ আড্ডা দিতে ও লেটেস্ট আপডেট পেতে ও আপনার সমস্যার সমাধান এর জন্য আজ ই যুক্ত হন
গ্রুপ
https://www.facebook.com/groups/games.world.bangladesh/
পেজ
(বাংলা)
https://www.facebook.com/games.world.bangladesh
(ইংরেজী)
https://www.facebook.com/pages/Games-World/268162630028094

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।