আমাদের কথা খুঁজে নিন

   

িরপুর ১৪ টু মিরপুর ১০

তানজীর০০৭ সেদিন মিরপুর ১৪ থেকে ১০ এ আসছিলাম কিন্তু রাস্তার যে অবসস্থা তা দেখে মনে হল যেন স্বাধীনতার পর এই রাস্তাটির আর সংস্কার করা হইনি । এক রাস্তার নিচ দিয়ে ওয়াসা, দেশা, আরও কত কি গিয়েছা সেটার কোন ইয়েত্তা নাই ।অথছ এখানে কতগুলো গুরুত্তপুরন স্থাপনা আছে । খোদ বি আর টি এ সামনে রাস্তা এতো ভাঙ্গাচুরা কি বলব যেন ভুলেও কেউ এই নরকের রাস্তাই আস্তে চাই না । এখন শিতকাল তাই রাস্তা মেরমতের যথা যত সময় কিন্তু কর্মকর্তারা বোধই এখন নাকে তেল দেয়া ঘুমাছে । আর আমরা নুন্নতম নাগরিক সুবিধা থেকে বঞ্ছিত হচ্ছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.