আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহর ক্ষুত্রত ,নবী পাক সা এর মুজেজা এবং সময়ের মূল্যায়ন

ইসলামী জগতে আল্লাহর ক্ষুত্রতে গননা ও সময়ের ব্যবধান ******************************** আল্লামা মোহাম্মদ মাসউদ মিয়া শাহি কবি ও ইসলামী চিন্তাবিদ , আরবি বিশ্ব বিদ্যালয় , শতরশ্রি , নেত্রকোনা । ************* হাদিস থেকে জানি সহজ বাংলায় । রাছুল পাক সা বলেন আখেরাতে বা মৃত্যুর পরের জীবন সময়ের ব্যাবধান তখনকার মুহূর্ত পরিমান সময় দুনিয়ার ৫০ হাজার বছরের সমান । উদাহারন , নবী পাক সা এর মেরাজ গমন । ৭ম আকাশ পাড়ি দিয়ে আরশে আল্লাহর সাথে দিদার এবং জগতে পদার্পণ বায্যিক বর্ণনায় মুহূর্ত সময় ।

হজরত আবু বকর রা বলেন , নবীজী মদিনা থেকে মসজিদুল আঁকশা পর্যন্ত যান এবং সমস্ত আম্বিয়া নবী রাছুল ও অলিগণকে নিয়ে সেথা ২ রাকাত শোকরিয়া নামায আদায় করেন , সেথা মুসা আ আকামত দেন এবং নবীজী সয়ং ইমামতি করেন । এরপর সেথা হতে বোরাকে চড়ে ১ম থেকে ৭ম আকাশ পাড়ি জমান , এক আকাশ থেকে ২য় আকাশের যাওয়ার সময়ের ব্যবধান দুনিয়ার হিসাবে ৫০০ বছরের রাস্তা । আদম আ সহ সব প্রধান প্রধান নবী রাছুল গনের সাক্ষাৎ লাভ করেন এবং সফর সঙ্গী ছিলেন আল্লাহর প্রধান দুত জিব্রাইল আ ৭ম আকাশ অতিক্রম করবেন জিব্রাইল আ বিদায় আরজ করলেন ইয়া রাছুলুল্লাহ সা আমার আর এক মুহূর্ত সম্মুখে যাওয়ার ক্ষমতা নেই যদি অগ্রসর হই নুরের সাড়ে ৬ শত পাখা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে । নবী পাক সা একাই রবরবে আরোহণ করে আরশ মহল্লায় আল্লাহর দিদারে চলে যান । বেহেস্ত দুযখ সহ , আল্লাহর অসংখ্য ক্ষুত্রতি স্থান পরিদর্শন ও পরিভ্রমণ করেন ।

এবং আল্লাহর সাথে নবী পাক সা ৯০ হাজার জাহেরি বাতিনি ছয়াল জবাব করেন । এবং উম্মতের নাজাতের জন্য নামায রোযা উপহার হিসাবে লয়ে দুনিয়ায় ফিরে আসেন । বিশিষ্ট তফছির কারক ও ইসলামী চিন্তাবিদ গনের মতে নবীজী মেরাজ গমনে আল্লাহর দিদারে ২৭ হাজার বছর সময় অতিক্রান্ত করেন অথচ প্রমান মেরাজ গমনের আগে নবীজী অযু বানান এবং তিনি মেরাজ সমাপ্ত করে ফিরে এসে দেখে যে অযুর পানি সবে মাত্র গড়িয়ে যাচ্ছে এবং দরজা খুলে যে গিয়েছিলেন ফিরে এসে দেখেন দরজার কড়া নড়ছে । এটা কি নবী পাক সা এর ক্ষুত্রতি মুজেজা নয় , মুলত জ্ঞানিদের জন্য শিক্ষা ও হেদায়েতের অনেক কিছু পরিলক্ষিত হয় এ ধরনের গটনায় । আখেরাত অনন্ত সময় বহমান সেথা আত্মার মৃত্যু নেই , শাস্তি তাও অনন্ত জান্নাত তাও অসীম তাই দুনিয়ার সময় কে প্রাধান্য হোক আখেরাতের বিশাল অনন্তময় সময়ের ভাল কাজে ভাল চিন্তায় ভাল ফলাফলে উৎসর্গ ।

কারণ স্বর্গ ও নরক মিলিবে মানবের কর্ম ফলে আল্লাহ আমাদের সঠিক দিক নিদর্শনে হেদায়েত ও রহমত দিন আমিন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.