আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা ও দয়ার উপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম এর তিনটি হাদিস - পর্ব এক

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তিন ধরনের লোক জান্নাতী। তার মধ্যে একজন হচ্ছে যে বাক্তি প্রত্যেক আত্মীয় ও প্রত্যেক মুসলিম এর জন্য দয়ার্দ্র হৃদয় ও কোমল প্রাণ।(মুসলিম) যে জিনিসে কোমলতা থাকে, কোমলতা সেটিকে সৌন্দর্যমন্ডিত করে দেয়, আর যে জিনিস থেকে কোমলতা ছিনিয়ে নেয়া হয় সেটি দোষ ও ত্রুটিযুক্ত হয়ে যায়। (মুসলিম) এক গ্রামবাসী মসজিদে পেশাব করে দিল। তখন লোকেরা তাকে শায়েস্তা করার জন্য উঠে দাঁড়ালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: ছাড় তাকে। আর তার পেশাবের ওপর এক বালতি পানি ঢেলে দাও। কারণ তোমাদের সহজ নীতি ও ব্যবহার এর ধারক হিসেবে পাঠানো হয়েছে। কঠোর নীতির ধারক হিসেবে হয়। (বুখারী)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.