আমাদের কথা খুঁজে নিন

   

টরন্টোর কয়েকটি ওয়েবসাইট পুলিশের নজরদারিতে

দ্য বেঙ্গলি টাইমস ডটকম কানাডার পুলিশ টরন্টো-ভিত্তিক একটি বিশ্বব্যাপী শিশু পর্নোগ্রাফি চক্রের মূল ঘাঁটির ব্যাপারে তদন্ত করে দেখছে। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, শিশু পর্নোগ্রাফির আন্তর্জাতিক একটি চক্রের সঙ্গে টরন্টোর যোগসূত্র সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। টরন্টোকে কেন্দ্র করে বড় একটি আন্তর্জাতিক চক্র শিশু পর্নোগ্রাফি তৈরি করছে, স্পেন পুলিশের পক্ষ থেকে এমন খবর জানানোর পর কানাডার পুলিশ তদন্তে নামে। স্পেনের জাতীয় পুলিশ গত শনিবার শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত ২৮ ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এ সময় এক হাজার ৮৮১টি সিডি, ২০টি কম্পিউটার, ৯১টি হার্ডড্রাইভ, ২৭টি ইউএসবি কি, ছয়টি সেলফোন, ছটি ক্যামেরা ও দুটি ভিডিও ক্যামেরা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে ১৯টি শিশুকে উদ্ধার করা হয়। স্পেনিশ পুলিশ পরে জানায় যে, গ্রেপ্তারকৃতরা ২০০৪ সাল থেকে টরন্টোকে কেন্দ্র করে বিশ্বব্যাপী একটি নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। এদের সঙ্গে বিভিন্ন দেশের কয়েকডজন লোক এই চক্রে কাজ করছে। শিশুদের অশ্লীল নীলছবি তৈরিতে বাধ্য করে তা ভিডিওতে ধারণ করা হয়।

নীলছবির সিডি ও ডিভিডি তৈরির পর এর প্রচার ও বিক্রির কাজটি মূলত টরন্টোকে কেন্দ্র করে গড়ে ওঠে। বিশাল এই আন্তর্জাতিক চক্র ইউক্রেন, জামার্নি, পোল্যান্ড ও রাশিয়ার শিশুদের নানাভাবে পর্নোগ্রাফি তৈরিতে বাধ্য করে লাখ লাখ ডিভিডি প্রস্তুত করে। অন্তত ১২টি দেশে এসব অবৈধ ডিভিডি বাজারজাত করা হয়। স্পেনিশ পুলিশের মতে, টরন্টো থেকে পরিচালিত বেশ কিছু ওয়েবসাইটকে এসব ডিভিডি বিক্রিতে ব্যবহার করা হচ্ছিল। কানাডার বেশ কিছু নাগরিকও এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে তারা মনে করে।

চাঞ্চল্যকর এই ঘটনার বিস্তারিত জানাতে টরন্টো পুলিশ অপারগতা প্রকাশ করে বলছে, পুরো বিষয়টি নিবিড় তদন্তের মধ্যে আছে। টরন্টো পুলিশের চাইল্ড এক্সপ্লয়টেশন সেকশন বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে বিষয়টি তদন্ত করে দেখছে। সময় হলে বিস্তারিত জানানো হবে। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।