আমাদের কথা খুঁজে নিন

   

$ বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকা (ছবিসহ)# অবাক করা কিছু নাম এখানে .... উহু, তেমন নেই! $$

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। উদ্দ্যোক্তা হবার কথা ভাবছেন? শুধু দিবারাত্র কোটি টাকার স্বপ্ন দেখেন ? সবথেকে লাভজনক ব্যবস্যার কথা না শুনেই!!!কেমনে ??? জেনে নিন বাংলাদেশের শীর্ষ এগারো ধনীর নাম(ছবিসহ), আর দুএকটি প্রাসঙ্গিক কথা: ১ম - আবুল কাশেম -টাকার পরিমান ১.৫ বিলিয়ন USD. ২য় - মুসা বিন শামসের - টাকার পরিমান ১.৫ বিলিয়ন USD. ৩য় - শামসুদ্দিন খান - টাকার পরিমান ১ বিলিয়ন USD. ৪র্থ - তারেক রহমান - টাকার পরিমান ১ বিলিয়ন USD. ৫ম - সাইদ ইসকান্দার - টাকার পরিমান ১ বিলিয়ন USD. ৬ ষ্ঠ - আহমেদ আকবর সোবহান - টাকার পরিমান ৫০০ মিলিয়ন USD. ৭ম - গিয়াসুদ্দীন আল মামুন - টাকার পরিমান ৪০০ মিলিয়ন USD. ৮ম - শাহরীন ইসলাম তুহিন - টাকার পরিমান ৩০০ মিলিয়ন USD. ৯ম - রাগিব আলী - টাকার পরিমান ২৫০ মিলিয়ন USD. ১০ম - ইকবাল আহমেদ - টাকার পরিমান ২৫০ মিলিয়ন USD. ১১তম - নাজমূল হুদা - টাকার পরিমান ২৫০ মিলিয়ন USD. (দা ইকোনোমিষ্ট ও ফোর্বস এর প্রতিবেদনে তালিকার নাম ও টাকার পরিমানে সামান্য এদিক-সেদিক আছে) এখন দেখেন, তালিকায় অনেকেই ব্যবসায়ী, কিভাবে ব্যবসা করেছেন সেটা নাহয় আইন দেখুক। তবে এই ব্যবসায়ীদের মাঝে রয়েছে কিছু জাত ব্যবসায়ী। ওদের কোম্পানির নাম বাংলাদেশ আর ব্যবসার নাম রাজনীতি! বিএনপি, আওয়ামিলিগ, জামায়াত এগুলো হলো এই বিশাল গ্রুপ অব ইন্ডাস্ট্রির কয়েকটি প্রতিষ্ঠান! উদ্দ্যোক্তা হলে ভেবে উদ্দ্যোগ নিন! সঠিক পথে ব্যবসা করে বুড়ো বয়সে সফল হবেন? নাকি রাজপুত্র তারেক, বন্ধুবর মামুন, চমত্কার নাজমুল অথবা সোবহান ভাইদের মত ফুলস্পিডে বড়লোক হবেন? চয়েস আপনার, অর্থ যোগাবে জনগণ! চিন্তা কিসের? সঠিক ব্যবসায় লেগে পড়ুন আর লাভবান(পড়ুন কোটিপতি) হোন!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।