আমাদের কথা খুঁজে নিন

   

সোনারগাঁওয়ে টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুইপক্ষে সংঘর্ষ

রোববার দুপুর ২টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে এ ঘটনা ঘটে।
এ সময় ভাংচুর করা হয়েছে মোটরসাইকেল ও গাড়ি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সম্প্রতি লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরের হ্রদে নৌকা চড়ানো ও বাইরে যানবাহন পার্কিংয়ের জায়াগাটির টেন্ডার আহবান করা হয়। রোববার ছিল সিডিউল জমা দেওয়ার শেষ দিন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান কালামের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান মাসুম এবং ছাত্রলীগের মাসুম চৌধুরী সিডিউল ক্রয় করেন।


এ নিয়ে তাদের সঙ্গে জেলা কমিটির সহসভাপতি ও উপজেলা ছাত্রলীগ নেতা সোহাগ রনির বিরোধ দেখা দেয়।
দুপুর ২টার দিকে মাসুম চৌধুরী ফাউন্ডেশনের ভেতরে সিডিউল জমা দিতে যায়।
এ সময় সোহাগ রনির লোকজন লাঠিসোটা নিয়ে ফাউন্ডেশনের গেটের সামনে অবস্থান নিলে ভেতরে মাসুম চৌধুরী অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে মাসুম চৌধুরীর লোকজন ঘটনাস্থলে আসলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় দুইপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে কনস্টেবল শাফায়েত শফিসহ অন্তত পাঁচজন আহত হয়।


এ সময়ে সোহাগ রনির মোটরসাইকেলসহ আরো কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, টেন্ডার ড্রপ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এখন পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ প্রহরায় সিডিউল জমা চলছে বলেও জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।