আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমরা কিছু না করে বসে থাকার মাধ্যমে শিবির নামের পশুদের সাহায্য করি।

দেশ আজ স্পষ্টত দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একদল চায় জামাত তথা সকল ধর্মীয় রাজনৈতিক দল নিষিদ্ধ হউক, যদিও এই দলে মুসলমানের সংখ্যা নেহায়েত কম নয়। আবার আরেক দল চায় দল ধর্মকে পুঁজি করে, রাষ্ট্র ক্ষমতার শীর্ষে আরোহণ করে নিজেদের আখের গুছানোর পাশাপাশি জাতিকে অন্ধকারে নিমজ্জিত রেখে ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করতে। বস্তুত এই পর্যন্ত যত দেশে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হয়েছে সর্বত্র একই চিত্র দেখা যায়। কে হারবে আর কে জিতবে তা সময় এবং দেশের মানুষ নির্ধারণ করবে।

কিন্তু যতদিন এই খেলায় এক দল আরেক দলকে নিশ্চিহ্ন না করবে, ততদিন আমাদের মুক্তি মিলবেনা। বিশ্বজিতরা চাপাতির আঘাতে কিমা হতে থাকবেই, ফারুকদের প্রাণহীন দেহ ডাস্টবিনে স্থান পেতে থাকবেই, হাতের-পায়ের রগ হারিয়ে সচল মানুষ পঙ্গু হতে থাকবেই, উপাশনালয়ে আগুন জলতে থাকবেই, দেশ মাতাকে বিদেশি ধর্ষকদের দিয়ে ধর্ষণ করিয়ে হলেও নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চলতে থাকবেই। আজ এই যে খেলা জমে উঠেছে তার কারন, এক দল দুর্বলতা কাটিয়ে উঠে শক্তি সঞ্চয় করেছে আর অন্য দল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্যেও উদারনৈতিক ওর নিরলিপ্ত হওয়ার কারনে শক্তিমত্যায় পিছিয়ে পড়েছে। এক দলের প্রেরনা যেখানে জাগতিক সুবিধার পাশাপাশি পরকালের পরম পাওয়ার হাতছানি, অন্য দলের সামনে তখন পরকালের জুজুর ভয় অথবা নিজের গাঁ বাঁচিয়ে চলার প্রবণতা। তাই আজ সংখ্যায় এতটা হেরফের থাকা সত্যেও শক্তিমত্তায় তফাৎ কতটুকু অথবা তা কোন দিকে হেলানো তা নির্ধারণ করা আমার কর্ম নয়, বরং পাঠক কিছু আঁচ করতে পারলে আমাকে জানাবেন।

তবে এটুকু বলতে পারি, আজ এটা একটা গবেষণার বিষয় হলেও, অদূর ভবিষ্যতে এটা নিয়ে এতটা চিন্তা করা লাগবেনা। কোন গ্রাফটা বেশি খাড়া, এবং তার ঢাল (tangent) কি অবস্থায় আছে সেদিকে তাকালেই বলে দেয়া যায় আমরা এক সাম্প্রদায়িক উগ্র দলের কাছে হেরে যাচ্ছি। যায়গা ছেরে দিচ্ছি ওদের, পিছিয়ে যাচ্ছি মাঠ ফাকা করে দিয়ে। আমরা নিষ্ক্রিয়। ওরা সক্রিয়।

ওরা আঘাত করে দল বেধে। আমাদের যে আঘাত প্রাপ্ত হয়, সে শেষ হয়ে যায় অথবা পঙ্গু হয়ে যায়, বাকিরা চুপ থাকে তাদের কিছু তো হয়নি। আর ওরা এই সুযোগ নেয়। আমরা প্রতিবাদ করি না। The only thing necessary for the triumph of evil is that good men do nothing. আসুন আমরা কিছু না করে বসে থাকার মাধ্যমে শিবির নামের পশুদের সাহায্য করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।