আমাদের কথা খুঁজে নিন

   

জরুরী ভিত্তিতে সাহায্য ও পরামর্শ প্রয়োজন। ওয়ার্ডপ্রেসে দক্ষদের দৃষ্টি আকর্ষণ করছি।

শুভ জাহিদ @ http://howcanigetanemailaddress.com/ আমার সাইটটির এড্রেস হলো http://www.downloadquransoftware.com দৈনিক ভিজিটর গত দুই মাসে অর্থ্যাৎ এপ্রিল ও মে ৪০০-৪৫০ করে। তার আগে গত বছর মে থেকে এই বছরের ফেব্রুয়ারী পর্যন্ত ১৫০-২০০ দৈনিক। আমার ব্যান্ডউইথ লিমিট হচ্ছে ৫০০০ মেগা। আমার সাইটের সব সফটওয়্যার ও বইয়ের লিংক হচ্ছে মিডিয়া ফায়ারের লিংক। ৫ জিবি ব্যান্ডউইথ নিয়ে চালু হওয়া সাইটটির এই এপ্রিল মাসেও ব্যান্ডউইথ ইউজ হইছে মাত্র ৩.০৬ জিবি।

মে মাসে ১০ দিন সাইট মোটামুটি বন্ধ ছিল বকেয়া বিলের কারণে। তারপরেও মাত্র ২০ দিনে দেখাচ্ছে যে আমার ব্যান্ডউইথ ইউজ হইছে ৫.২২ জিবি। আমি তো অবাক। যাই হোক মে মাসের শেষ ৮ আবারও সাইট ব্যান্ডউইথ অতিক্রম হওয়ার কারণে বন্ধ ছিল। জুন মাসের ১ তারিখ সাইট পুনরায় চালু হলো ।

জুন মাসের ১ তারিখে গুগল এনালাইটিক অনুযায়ী আমার ভিজিটর ছিল মাত্র ১১৪ জন। আর ব্যান্ডউইথ ইউজ হইছে ৪৮১.৪৪ মেগা। এটা কিভাবে সম্ভব? আমার সাইটে যত সফটওয়্যার আছে সবগুলো ডাউনলোড করলেও তো এত হওয়ার কথা না। কারণ সবগুলো লিংকই মিডিয়া ফায়ারের লিংক। আমার গত মাসগুলোর ব্যান্ডউইথ ইউসেজ এর একটা লিস্ট দিলাম।

কেউ বুঝিয়ে বললে উপকৃত হবো। যাদের থেকে ডোমেইন হোস্টিং নিয়েছি তাদের কোন কারচুপি চলছে, নাকি হ্যাকাররা কোন সমস্যা করছে কিছুই বুঝতেছি না। সাহায্যের অপেক্ষায় থাকলাম। HTTP usage downloadquransoftware.com 481.44 Meg (১লা জুন) May 2013 HTTP usage downloadquransoftware.com 5.22 Gig Apr 2013 HTTP usage downloadquransoftware.com 3.06 Gig Mar 2013 HTTP usage downloadquransoftware.com 2.63 Gig Feb 2013 HTTP usage downloadquransoftware.com 2.23 Gig an 2013 HTTP usage downloadquransoftware.com 2.07 Gig Dec 2012 HTTP usage downloadquransoftware.com 1.90 Gig Nov 2012 HTTP usage downloadquransoftware.com 1.82 Gig Oct 2012 HTTP usage downloadquransoftware.com 1.67 Gig Sep 2012 HTTP usage downloadquransoftware.com 1.21 Gig Aug 2012 HTTP usage downloadquransoftware.com 488.67 Meg Jul 2012 HTTP usage downloadquransoftware.com 399.24 Meg Jun 2012 HTTP usage downloadquransoftware.com 298.16 Meg May 2012 HTTP usage downloadquransoftware.com 87.94 Meg ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.