আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ৫

১২ ডিসেম্বর, ২০১২: # যিনি সবসময় সবাত্তে বেশি বুঝতেন, এমনকি বাপেত্তেও একলাইন বেশি বুঝতেন, তিনি গতরাতে মারা গেছেন। ধারণা করি উনি ওপার গিয়ে আজরাইলেত্তেও একলাইন বেশিই বুঝবেন! # হাজার স্ট্যাটাস দেখা শেষে এই জেনেছি, ১২/১২/১২ তারিখটাতে একটা স্ট্যাটাস দেয়ার উপলক্ষ্য বৈ আর কিছু নেই! কিছু নেই! # খুব খারাপ একটা সংবাদ শুনলাম। খুব, খুব কাছের একটা বন্ধুর মায়ের সেকেন্ডারি ব্রেইন টিউমার ধরা পড়েছে। ওর বাবা মারা গেছেন স্কুল লাইফে, ভাই মারা গেছে এসএসসির সময়। ফোন দিলাম।

কাঁদবে ভেবেছিলাম। কাঁদেনি। খুব স্বাভাবিক ভাবে শক্ত হয়ে কথা বললো। এই স্বাভাবিক কথাগুলো শুনে আমার কান্না চলে এসেছে। খুব অসহায় লাগছে।

খুব খারাপ লাগছে, খুব। এত খারাপ শেষ কবে লেগেছিলো, মনে নেই। ফেসবুকে এসব শেয়ার করার কোনো মানে নেই তা ভালো করে জানি। কিন্তু নিজের জীবনের কিছু ঘটনা লিখে রেখে দেই, তাই লিখে রাখলাম। আর কিছু না।

# গতরাতে 'লাইফ অফ পি' ডাউনলোড দিয়ে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি নেট সমস্যায় ২৮ মেগাবাইট হয়ে বন্ধ হয়ে আছে। ক্লাস ৯ টা থেকে, সময় দেখতে ভুল করে ৭:৫৫ তে গিয়ে ফিরে এসেছি। ক্লাসে এক ক্লাসমেটের সাথে আজ কথা কাটাকাটিও হয়েছে। এরপর শেষ ক্লাসে বিডি নিউজে ঢুকে দেখি স্বাধীনতা যুদ্ধের সময়ে ম্যাডিসন স্কয়ারে জর্জ হ্যারিসনকে নিয়ে জনমত গঠনে সহযোগীতা করা বিখ্যাত সেতারবাদক রবিশঙ্কর আর নেই।

ক্লাস থেকে ফেরার পর মা ফোন দিয়ে ২ টা খারাপ সংবাদ দিলো। একটা ছোট ভাই রূপলের টেষ্টের রেজাল্ট আশানুরূপ না আরেকটা খুব প্রিয় বন্ধু সুমনের মায়ের ব্রেইন টিউমার। অন্যদিন দুপুরে ঘুমাই। আজ চোখ একজায়গা করতে পারিনি। এখন প্রচন্ড মাথা ধরেছে।

ঘুমের ঔষধ শেষ কবে খেয়েছি জানি না। আধাঘন্টা হলো খেয়ে বসে আছি। ঘুমের লেশ মাত্র নেই। রেডিও অন করলাম, বাংলিশে বিরক্ত হয়ে ফেসবুকে এসে লিখে গেলাম, সামটাইমস শিট হ্যাপেনস ইন লাইফ! ১৩ ডিসেম্বর, ২০১২: # এক গ্রামীনফোনের এতো এতো প্যাকেজ আছে আর তার সাথে যে পরিমান বোনাস পার্সেন্টেজ, নানারকম কলরেট, ইন্টারনেট প্যাকেজ, স্টার গ্রাহক সিস্টেম, বন্ধ সিম চালুর সুযোগ-সুবিধা, পিক-অফপিক হিশাব নিকাশ, কুইজ, রেডিও, মাই জোন সিস্টেম, ভয়েস কল, এমএমএস-এসএমএস, প্রিপেইড-পোষ্ট পেইড-ডিজুস-ইন্টারনেট সিমের আলাদা আলাদা বৈশিষ্ট্য, নিজস্ব হ্যান্ডসেট, ওয়েলকাম টোন সহ অফার আছে তা ঠিক মত একজায়গায় লিপিবদ্ধ করলে বেশ কিছু বই হয়ে যাবে। এর সাথে অন্যান্য অপারেটর কোম্পানি গুলোকে ধরলে তো এলাহি অবস্থা দাড়ায়! এই বিষয়ে একটা গ্রাজুয়েশন কোর্স চালু করাই যায়! # অভ্যাসেই খান আর ফ্যাশনেই খান, পুরুষেরা এই ব্যাপারটা মাথায় রাইখেন।

'Smoking can shorten your penis by as much as a centimeter' (What the fuck facts) ১৪ ডিসেম্বর, ২০১২: # ৪১ বছর আগে আজকের দিনটা যদি না আসতো তাহলে হয়তো দেশটার গায়ে আজকেও 'উন্নয়নশীল দেশ' তকমাটা লেগে থাকতো না! # ৪১ বছর আগে আজকের দিনে মিরপুরের রায়ের বাজারে একটা পরিত্যাক্ত ডোবার মধ্যে রক্তাক্ত হয়ে পড়েছিলো একটা স্বপ্নের ভিত্তি স্তম্ভগুলো। তারপর, এত বছরে, ওই রক্তাক্ত মাটিতে পড়েছে কত ঘাতকের লালা, পানের পিক। ছায়া হয়ে ঘুরে বেড়িয়েছে শহিদুল্লা কায়সার, মুনীর চৌধুরীদের অতৃপ্ত আত্মারা। আর কিছু দিন, আর মাত্র ক'টা দিন। তারপর..…।

আমরা জানি, তোমরা আমাদের এ বিলম্ব মাফ করে দিবে। # প্রমিত হোসেনের অনুবাদে ইয়ান মার্টেলের 'Life Of Pi' পড়েছিলাম ক্লাস টেনে থাকতে। কী অ্যাডভেন্সার! একটা মানুষ আর বাঘের একসাথে টিকে থাকার লড়াই। ধর্ম। মানবতা।

তখন আর কিছু বুঝিনি। কিন্তু আজ সিনেমাটা দেখে বুঝলাম অ্যান লির পরিচালনা শুধু টিকে থাকার লড়াই বা অ্যাডভেন্সারের আড়ালেও অনেক কিছু যোগ করেছে মুভিটাতে। অনেকে স্কাইফল, ডার্ক নাইট রাইজেস, টোয়ালাইট নিয়ে মেতে আছে। ব্যক্তিগত দৃষ্টিকোন থেকে বলছি, Life Of Pi এগুলো থেকে অনেক অনেক উপভোগ্য। এবং আমার ধারণা সিনেমাটা অস্কারেও যাবে।

১৫ ডিসেম্বর, ২০১২: # এ পর্যন্ত ৫ বার মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করেছে দেশ। এখন পর্যন্ত গেজেটে রাখা ২ লক্ষ ৪ হাজার ৮০০ জনের মাঝে ৪০-৪৫ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা রয়ে গেছে। প্রতি সরকারের আমলের ৪০-৫০ হাজার করে যুক্ত হয়েছে, কিছু বাদও গেছে। এদের অনেকের নামে মামলা পর্যন্ত আছে। তালিকাভুক্ত হওয়ার জন্য মুক্তিযোদ্ধা সংসদে জমে আছে আরও ১ লক্ষ ৪০ হাজার আবেদন! বিশ্বাস হতে চায় না।

জাতির ইতিহাস স্রষ্টাদের নিয়ে এ নষ্ট রাজনীতি কি না করলেই নয়? ১৬ ডিসেম্বর, ২০১২: # আওয়ামী লীগ, শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসী দিয়ে দেশকে পাপমুক্ত করে দিয়ে যাও। আর কিচ্ছুই চাই না। কিচ্ছু না। যদি বলো ভুলে যাবো এক পদ্মা সেতুর কথা, বিদ্যুৎ-তেলের দাম, যাবতীয় দূর্নীতি আর নির্বাচনী ইশতেহার; এমনকি সুরঞ্জিত-আবুলদের নামও। বিএনপি, ছুড়ে ফেলে দাও ধর্ম ব্যবসায়ী স্বাধীনতার বিরোধী জাতীয় কীট জামাত-শিবির কে।

স্বাধীন দেশে তাদের রাজনীতি নিষিদ্ধের পক্ষে দাড়াও। আর কিচ্ছুই চাই না। কিচ্ছু না। যদি বলো ভুলে যাবো তোমাদের আগের সব ইতিহাস, নৈতিক সমর্থন আর কুকীর্তির যত দলিল দস্তাবেজ। তারেক-কোকোকে আমরাই ফিরিয়ে আনবো এদেশে।

তারা অন্তত এদেশের স্বাধীনতার বিরোধী না। তোমাদের সব অপরাধ সহ্য করা যায় তবু যারা এদেশই চায়নি তাদের সাথেই একই দেশের অক্সিজেন শেয়ার করা আর সম্ভব না। এ দূষিত বাতাসে বড় দম বন্ধ লাগে প্রিয় দেশ। একটু পাপমুক্ত অক্সিজেনে নি:শ্বাস নেয়া আমার আজন্মের সাধ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.